মাউশি-নায়েমে নতুন ১২৬ পদ

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দুই দপ্তরের জনবল কাঠামোতে ব্যাপক পরির্বতন আসছে। এর অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অর্গানোগ্রামে ১০১টি এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) অর্গানোগ্রামে ২৫টি পদসহ মোট ১২৬টি নতুন পদ যুক্ত হচ্ছে। এতে সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা শাখার উপ-সচিব শারমিন আক্তার জাহানের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
আরও পড়ুন: ৪৫তম বিসিএস পরীক্ষা পেছাতে চায় না পিএসসি
আরও পড়ুন: পাঠ্যবইয়ে ‘ভুল’: দায় স্বীকার করে জাফর ইকবাল-হাসিনা খানের বিবৃতি
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অর্গানোগ্রামে ১০১টি পদ এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির অর্গানোগ্রামে ২৫টি পদ সহ মোট ১২৬টি পদ রাজস্ব খাতে স্থায়ীভাবে সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি দেওয়া হলো।
আরও পড়ুন: মাধ্যমিক বিদ্যালয়ে আবারও চালু হচ্ছে ‘মিড ডে মিল’
জানা যায়, মাউশির ১০১ টি নতুন পদের মধ্যে পরিচালক পদ রয়েছে ১০টি, উপ-পরিচালক পদ ৩৬টি, সহকারী পরিচালক পদ ৩২টি, গবেষণা কর্মকর্তা ২১টি ও প্রকিউরমেন্ট কর্মকর্তা পদ দুইটি ও নায়ের উপ-পরিচালক পদ রয়েছে ২৫টি। এ পদগুলো বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হবে।
এমএইচএম/আরএডি/এএসএম