পিলখানা হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার দাবি স্বজনদের
পিলখানা ট্রাজেডির সপ্তম বার্ষিকীতে ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন নিহত সেনা সদস্যদের স্বজনরা। বৃহস্পতিবার সকালে বনানীর সামরিক কবরস্থানে নিহত সেনাদের পরিবারের সদস্যরা এই দাবি জানান।
এসময় নিহত কর্নেল গুলজার আহমেদের বোন দিলরুবা খাতুন বলেন, আমরা চাই বিচার যেন সুষ্ঠু হয়। কার কি সাজা হয়েছে সেটি বিষয় নয়। তবে আমরা দ্রুত বিচার শেষ করার দাবি জানাই। পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে কারা আছেন তাও জানা দরকার।
মেজর মোস্তফা আসাদুজ্জামানের বোন হোসনে আরা পারভিন বলেন, পূর্ব পরিকল্পনা করেই তাদের হত্যা করা হয়েছে। সাত বছর হয়ে গেল আর কবে বিচার হবে?
এদিকে স্বজনের অভিযোগের ভিত্তিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘যাদের সাজা হয়েছে তারাই পিলখানা হত্যাকাণ্ডের জড়িত।’
এর আগে বৃহস্পতিবার সকালে শাহাদাত বরণকারীদের কবরে আরো শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খান, সেনাবাহিনী প্রধান আবু বেলাল মো. শফিউল হক, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ারচীফ মার্শাল আবু এসরার।
এআর/এআরএস/পিআর