পিলখানা হত্যা : শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা


প্রকাশিত: ০৬:২৪ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

পিলখানায় ৫৭ জন সেনা অফিসারকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ন্যাপ ভাসানী এবং জাগো বাঙ্গালী নামক সংগঠন।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা এবং সেনা শোক দিবস উপলক্ষ্যে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে ন্যাপ ভাসানী ও জাগো বাঙ্গালী নামক সংগঠন।

সমাবেশে বক্তারা বলেন, পিলখানায় বিডিআর’র ৫৭ জন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড একটি মর্মান্তিক ঘটনা। একদিনে এতজন সেনা কর্মকর্তার মৃত্যুবরণ এর আগে কখনও ঘটেনি।

তারা বলেন, এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী হারিয়েছে এতজন অসাধারণ সেনা কর্মকর্তা এবং তাদের পরিবার বর্গ হারিয়েছেন কারো স্বামী, কারো পিতা, কারো সন্তান ও কারো ভাইকে।

ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোসতাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জাগো বাঙ্গালী`র চেয়ারম্যান শেখ হাবিবুর রহমানসহ সংগঠনের সদস্যরা।

এএস/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।