রুপায়ন সিটি উত্তরার উদ্বোধন
অপরিকল্পিত মেগাসিটিকে (ঢাকা) নিরাপদ বাসস্থান তৈরির লক্ষ্যে গেটেড কমিউনিটি ভিত্তিক আবাসিক এলাকা ‘রুপায়ন সিটি উত্তরা’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে রুপায়ন গ্রুপ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এবং ‘রুপায়ন সিটি উত্তরা’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক এবং ভারতের ইতিহাসে প্রথম বাঙালি অধিনায়ক সৌরভ গাঙ্গুলি উপস্থিত থেকে ‘রুপায়ন সিটি উত্তরা’ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টিভির চেয়ারম্যান মো. হারুন-উর-রশিদ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান জি.এম. জয়নাল আবেদিন ভূঁইয়া, রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর সামসুল আলামিন, রুপায়ন গ্রুপের চেয়ারম্যান এল. এ. মুকুল, রুপায়ন গ্রুপের প্রধান উপদেষ্টা দীন মোহাম্মদ এবং সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বর্তমানে নগরায়নের ক্ষেত্রে নিরাপদ বাসস্থানের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য হয়ে উঠেছে গেটেড কমিউনিটি। পৃথিবীজুড়েই গেটেড কমিউনিটির সম্প্রসারণ ঘটছে। নগরায়ণের আধুনিক ব্যবস্থায় সবচেয়ে সম্প্রসারণশীল খাত হচ্ছে গেটেড কমিউনিটি। সুস্থভাবে বাঁচতে নগরায়ণের বিকল্প নেই। আবাসিক এলাকা বা হাউজিং স্টেটগুলোর আধুনিক সংস্করণ হচ্ছে গেটেড কমিউনিটি।
আরএম/একে/এমএস