স্টেডিয়ামে উত্তেজনা বাড়ছে দর্শকদের মধ্যে


প্রকাশিত: ০২:৫২ পিএম, ০৬ মার্চ ২০১৬

প্রায় টানা এক ঘণ্টা ১০ মিনিট পর সন্ধ্যা সাড়ে সাতটায় থেমেছে বৃষ্টি। এরপর মাঠের মধ্যে প্রবেশ করেছেন কিউরেটর গামিনি সিলভা ও অন্যান্য গ্রাউন্ডসম্যানরা। খেলার মাঠকে উপযোগী করার কাজে লেগে গেছেন। আর একই সঙ্গে স্টেডিয়ামে ফিরতে শুরু করেছেন দর্শকরা।

ইতোমধ্যেই আবারো প্রায় ভরে উঠেছে গ্যালারি। বৃষ্টির কারনে কেউ ছাউনির নীচে অবস্থান করে গা বাঁচানোর চেষ্টা করেছিলেন। কেউ নিচে নেমে গিয়েছিলেন। আর কিছু সংখ্যক দর্শক বৃষ্টিতেই ভিজেছিলেন। এবার মধ্যে একজন বৃষ্টিতেই পতাকা উড়াচ্ছিলেন।

টানা দ্বিতীয়বারের মত এশিয়াকাপের ফাইনাল দেখতে বিপুল উৎসাহ উদ্দীপনায় মাঠে এসেছেন তারা। আগের বার কেঁদে বিদায় নিলেও এবার আর তা চাননা। তবে বৃষ্টির জন্য চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের।

নতুন করে আর বৃষ্টি না এলে এবং মিরপুর স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম উন্নত হওয়ায় আশা করা যায় এক থেকে দেড় ঘণ্টার মধ্যে মাঠ খেলার উপযোগী করতে পারবেন গ্রাউন্ডসম্যানরা। তবে নির্ধারিত সময়ে খেলা শুরু না হওয়ায় কিছু ওভার কমিয়ে খেলা শুরু করা হবে। তবে ম্যাচটি কখন এবং কত ওভারে হবে তা জানানো হবে রাত ৯টায়।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।