জাদুঘরে চলছে কাইয়ুম চৌধুরীর চিত্রকর্ম প্রদর্শনী
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারি চলছে কিংবদন্তি চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী। বুধবার বিকেলে শিল্পীর ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘জনশিল্পের কিংবদন্তি’ শীর্ষক এই প্রদর্শনীটি বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগীতায় আয়োজন করেছে প্রথম আলো। প্রদর্শনীটি আগামী ১২ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
এখানে আরো স্থান পেয়েছে কবিতার অঙ্কন, বর্ণাঢ্য জীবনের বিভিন্ন সময়ের আলোকচিত্রসহ অনেক কিছু। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন শিল্পীর কাছের মানুষেরা। তাদের মধ্যে ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, শিল্পী রফিকুন নবী ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।
আলোচনা পর্ব শেষে কাইয়ুম চৌধুরীর লেখা প্রবন্ধের বই ‘জীবনে আমার যত আনন্দ’, কাব্যগ্রন্থ ‘হাতের ছোঁয়ায় রোদের শিহরণ’ ও সৈয়দ আজিজুল হকের লেখা কাইয়ুম চৌধুরীর জীবনী ‘কাইয়ুম চৌধুরী: শিল্পীর একান্ত জীবনকথা’র আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়। 
আলোচনা ও প্রকাশনা অনুষ্ঠান শেষে কাইয়ুম চৌধুরীর প্রিয় দুটি রবীন্দ্রসংগীত ‘অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায়’ ও ‘কিছুই তো হল না’ গান দুটি গেয়ে শোনান শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী, হাশেম খান, শিশির ভট্টাচার্য্য, সৈয়দ জাহাঙ্গীর, সাহিত্যিক ডা. আনোয়ারা সৈয়দ হক, সাহিত্যিক রেজাউর রহমান, আলী ইমাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, অধ্যাপক সৈয়দ আজিজুল হক প্রমুখ।
এলএ/এবিএস