সুপার টেনের হাতছানি জিম্বাবুয়ের সামনে


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১০ মার্চ ২০১৬

প্রথম ম্যাচে হংকংকে হারানোর পর এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে সুপার টেনের কাছাকাছি চলে গেল জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেই নিশ্চিত হবে জিম্বাবুয়ের মূল পর্বে যাওয়া।

ভারতের নাগপুরে বিদর্ভ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে স্কটিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন শেন উইলিয়ামস। স্কটল্যান্ডের ইভান্স, ওয়াট, শেরিফ তিনজনই নেন দুইটি করে উইকেট।

জিমাবাবুয়ের দেওয়া ১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পরে স্কটল্যান্ড। দলীয় ২৩ রানেই উপরের সারির ৪ ব্যাটসম্যান আউট হলে চাপে পরে। শেষের দিকে বেরিংটনের ৩৬ এবং মমসনের ৩১ রানের সুবাদে লড়াইয়ের ইঙ্গিত দিলেও ১৯.৪ ওভারেই ১৩৬ রানে অলআউট হয় স্কটল্যান্ড। জিম্বাবুয়ের হয়ে ওয়েলিংটন মাসাকাদজা পান ২৮ রানে ৪ উইকেট। ১১ রানের জয়ে গ্রুপে শীর্ষে উঠে আসলো জিম্বাবুয়ে। ম্যাচ সেরা হন ওয়েলিংটন মাসাকাদজা।

এসপি/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।