চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু
ফাইল ছবি
শুক্রবার বেলা ১১টা থেকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। এর আগে কুমিল্লায় একটি রেলওয়ে ব্রিজে সমস্যা দেখা দেয়ায় ভোর থেকে এ রুটে রেল যোগাযোগ বন্ধ থাকে।
কুমিল্লা রেলওয়ে স্টেশনের উপ-সহকারী প্রকৌশলী হামিদুল হক মুঠোফোনে জানান, কুমিল্লার সদর রসুলপুরে একটি রেলওয়ে ব্রিজে ত্রুটি দেখা দেয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে ত্রুটি ঠিক করায় বেলা ১১টা থেকে আবার রেল যোগাযোগ শুরু হয়েছে।
কামাল উদ্দিন/এসএস/পিআর