আরো ক্ষেপণাস্ত্র পরীক্ষার নির্দেশ কিমের
পরমাণু হামলা উন্নত করতে আরো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শত্রুদের বিরুদ্ধে প্রয়োজন হলেই যেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যায় সেজন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার (কেসিএনএ) বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কিমের উপস্থিতিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে। দেশটির বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা স্বত্তেও দু’টি স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।
নিজ দেশের সেনাবাহিনীকে সবসময় তৎপর থাকার নির্দেশ দিয়েছেন কিম। তিনি বলেন, প্রিয় কমরেড, পারমাণবিক হামলা আরো জোরদার এবং উন্নত করতে কাজ করুন।
টিটিএন/এমএস