তবুও ক্যারিবীয়দের কাছে অসিদের হার


প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১৩ মার্চ ২০১৬

প্রস্তুতিটা ঠিক মনের মতো হলো না অস্ট্রেলিয়া। কারণ, প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন উইকেটে হেরেছে স্টিভেন স্মিথের দল। পেসার জস হ্যাজলউডের হ্যাটট্রিক সত্ত্বেও হেরে গেলো অসিরা। তিনি ভালো করলেও অন্যান্য বোলাররা সেটা ধরে রাখতে পারেননি। অধিনায়ক ড্যারেন স্যামির অপরাজিত ৫০ রানের সুবাদে এক বল হাতে রেখেই জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে অ্যারোন ফিঞ্চের ৩৩ এবং শেন ওয়াটসন ৬০ রান করলে ওপেনিংয়ে ভালো সূচনা পায় অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ পরে ব্যাট করতে নেমে ৩৬ রান করলেও আর কোন ব্যাটসম্যান উইন্ডিজ বোলারদের সামনে দাঁড়াতে পারেনি। ডোয়াইন ব্রাভো একাই চার উইকেট নিয়ে অসি ব্যাটিং অর্ডারে ধ্বস নামান। নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৬১ রান করে অস্ট্রেলিয়া।

জবাবে গেইলবিহীন ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই ধুঁকতে শুরু করেছিল। হ্যাজেলউড পরপর তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন; কিন্ত শেষের দিকে রাসেল এবং স্যামির আক্রমণাত্মক ব্যাটিংয়ে এক বল হাতে রেখেই তিন উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

আরআর/আএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।