পারিবারিক নির্যাতনের মাত্রা উদ্বেগজনক
মেট্রো ওয়াশিংটনে নারী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা আজ ক্ষমতায়নের সুফল ভোগ করছে। কিন্তু বাংলাদেশের পারিবারিক নির্যাতনের মাত্রা এখনো উদ্বেগজনক।’
গত ১৩ মার্চ বেলা সাড়ে ১১টায় স্প্রিংফিল্ডের কমফোর্ট ইন হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেট্রো ওয়াশিংটন মহিলা আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
বক্তারা আরো বলেন, ‘বিশ্বের বিভিন্ন নারী সংগঠনের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে নারী অধিকার, মানবাধিকার ও নারীর ক্ষমতায়নসহ সব দাবি আদায়ের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।’
মোহসিনা রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন নুরু। বিশেষ অতিথি ছিলেন জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপার্সন নুর-উন-নাহার মেরী ও বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী।
বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি জিবক বড়ুয়া, সহ-সভাপতি জুয়েল বড়ুয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক সোহেল, যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল ইসলাম রাজু। মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারজানা নবী ও সহ-সভাপতি শাহেদা পারভীন লিপি।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আজাম, যুগ্ম-সম্পাদক কামাল হোসেন, যুবলীগের সম্মানিত সহ-সভাপতি মো. হাসানুল আমিন, সহ-সভাপতি আবু বক্কর সাজ, সাধারণ-সম্পাদক তুর্য দাশ, যুগ্ম-সম্পাদক এমরান হামিদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সৈকত, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক খিজির আহমেদ টিটু, সহ-সভাপতি আলতাফ হোসেন, জাহিদ ইসলাম ও ডাটা এন টেক’র সিইও শিরিন আক্তার প্রমুখ।
এসইউ/পিআর