সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই
দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রেল মন্ত্রী মুজিবুল হক।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক পরিবার বহুমূখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।
সরকার সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে জানিয়ে মন্ত্রী বলেন, সাংবাদিকরাই দেশের সংকটকালীন সময়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
তিনি আরো বলেন, সাংবাদিকদের আবাসন সমস্যা আজকের নয়, এটা অনেক দিনের। আশাকরি দ্রুত এর সমাধান হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ইকবাল সোবাহান চৌধুরী বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাজনৈতিক মতাদর্শ আলঅদা থাকতে পারে কিন্তু সাংবাদিকতা পেশায় যুক্ত হওয়ার পর সব মতাদর্শ ভুলে এক হয়ে কাজ করতে হবে।
বিভিন্ন সংকট মোকাবেলায় পাশাপাশি আমাদের নিরাপত্তা, মর্যাদা রক্ষার ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
সাংবাদিক তরুণ তপন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের ভারপ্রাপ্ত সভাপতি জাফর ওয়াজেদ, মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।
এএস/এএইচ/পিআর