জার্সি নিয়ে খুশি নন ধোনিরা


প্রকাশিত: ০১:৪৯ পিএম, ১৬ মার্চ ২০১৬

বিশ্বকাপে সুপার টেনের উদ্বোধনী ম্যাচে লজ্জাজনক হারে বেশ চাপে রয়েছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৭৯ রানে অলআউট হয় মহেন্দ্র সিং ধোনির দল। মানসিক চাপে থাকা ভারত এবার জার্সির প্রতি নিজেদের অখুশির কথা জানিয়েছে। নাইকির দেয়া ভারতের অনুশীলনের জন্য জার্সি গুলোকে পছন্দ করছেন না ভারতের ক্রিকেটাররা।

বিসিসিআইর অফিশিয়াল স্পন্সর নাইকি। ভারতের ক্রিকেটের সবরকম জার্সি প্রদান করে থাকে ক্রীড়া সামগ্রী তৈরীকারী প্রতিষ্ঠানটি। টি-টোয়েন্টিতে ভারতের অনুশীলনের জন্য ধূসর রঙের জার্সি বানায় নাইকি যেখানে, ধোনিরা পছন্দ করেছিল কালো অথবা নীল রঙের জার্সি। তাছাড়া জার্সি শরীরে ফিটও হয়নি অনেকের। নাইকির এমন জার্সি বানানোয় হতাশ ভারতীয় দলের ক্রিকেটাররা।

বিসিসিআই নাইকির কাছে আবেদন করেছে যেন জার্সিটি পরিবর্তন করে কালো বা নীল রঙের প্রাকটিস জার্সি দেয়। বিশ্বকাপের আগেই দেয়ার কথা থাকলেও এখনো নতুন প্রাকটিস জার্সিটি এসেছে কিনা জানা যায় নি। নাইকি অবশ্য তাদের এমন কাজে দুঃখ প্রকাশ করেছে বিসিসিআইর কাছে।

আরআর/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।