পিরোজপুরে পৃথক সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থীসহ আহত ১৭
পিরোজপুরে পৃথক সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থীসহ ১৭ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে পিরোজপুর সদর উপজেলার কদমতলায় বিদ্রোহী প্রাথীর কর্মীদের হামলায় আ.লীগ মনোনীত প্রার্থীর ৩ কর্মী এবং নেছারাবাদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের হামলায় চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জন আহত হয়েছেন।
রোববার রাত ও সোমবার দিনের বিভিন্ন সময়ে এ ঘটনাগুলো ঘটেছে। এছাড়াও ভান্ডারিয়ার ইকড়ি গ্রামে গভীর রাতে ককটেল ফুটিয়ে ত্রাস সৃষ্টির ঘটনা ঘটেছে।
জানাগেছে, সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পোরগোলা গ্রামে রোববার রাত দশ টার দিকে আ.লীগ প্রার্থী হানিফ খানের ৩ কর্মীকে কুপিয়ে জখম করে বিদ্রোহী প্রার্থী সামসুল হক সরদারের কর্মীরা। এঘটনায় গুরুত্বর আহত বেল্লাল শেখকে (৩৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকি দুজন বাবু সরদার ও আলাউদ্দিনকে পিরোজপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ৫নং জলাবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড আরামকাঠী মাঝিবাড়ি এলাকায় আ.লীগ মনোনীত প্রার্থী আশিস কুমার বড়াল সোমবার দুপুরে গনসংযোগে গেলে জাতীয় পার্টি জেপি মনোনীত প্রার্থী (বাইসাইকেল) তৌহিদুল ইসলামের কর্মীরা তাকেসহ ১৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। গুরুতর আহত আশিস কুমার বড়ালকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম, সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়াও ভান্ডারিয়ার ইকরি গ্রামে রোববার গভীর রাতে দুর্বৃত্তরা ককটেল ফাঠিয়ে ত্রাস সৃষ্টি করে। ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে আ.লীগ প্রার্থীর লোকেরা এ কর্মকাণ্ড প্রায়ই করে থাকে বলে জেপি প্রার্থী আব্দুল হাই হাওলাদার অভিযোগ করেন।
হাসান মামুন/এফএ/পিআর