শেখ হাসিনার পদত্যাগ চেয়ে পোস্ট, উপাধ্যক্ষের বিরুদ্ধে ডিসির চিঠি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ফরিদপুরের আবদুল খালেক ডিগ্রি কলেজের উপাধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার।

চিঠিটি মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন- শাস্তির মুখে পড়তে যাচ্ছেন উপাধ্যক্ষ।

চিঠি সূত্রে জানা গেছে, উপাধ্যক্ষ সেলিম হোসেন গত মাসে (আগস্ট) তার ফেসবুক আইডিতে ‘স্টেপ ডাউন শেখ হাসিনা’ লিখে পোস্ট দেন। এটি নজরে আসার পর গত ১০ আগস্ট জেলা প্রশাসক ‘নীতিমালা’ পরিপন্থি কাজ করায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেন।

এদিকে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের ওই চিঠি মাউশিতে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

নাম না প্রকাশ করার শর্তে মাউশির বেসরকারি কলেজ শাখার একজন কর্মকর্তা বলেন, ‘আমরা চিঠি পেয়েছি। উনি হয়তো পরে ওই পোস্ট ডিলেট (মুছে ফেলা) করেছেন। তবে ফরেনসিকে পাঠানো হলে স্ট্যাটাস দেওয়ার সত্যতা পাওয়া যাবে। এটা বেসরকারি কলেজ নীতিমালার পরিপন্থি। তাই যথাযথ প্রক্রিয়ায় তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

এএএইচ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।