‘একজন রেজা নুর: চন্দন বনের ঐশ্বর্য’র মোড়ক উন্মোচন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৫০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫

মোড়ক উন্মোচিত হয়েছে ‘একজন রেজা নুর: চন্দন বনের ঐশ্বর্য’ নামক সংকলনের। ৭ ফেব্রুয়ারি উত্তর বাড্ডার একটি কনভেনশন সেন্টারে বইটির মোড়ক উন্মোচন করা হয়। চতুরঙ্গ সম্পাদিত বইটি মূলত কবি ও কথাসাহিত্যিক রেজা নুরের সাহিত্যের মূল্যায়নধর্মী সংকলন। সংকলনটি সম্পাদনা করেন কবি ও কথাসাহিত্যিক জব্বার আল নাঈম।

প্রধান আলোচক ছিলেন কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। তিনি বলেন, ‘রেজা নুর হলেন সত্যিকারের দেশপ্রেমিক ও লেখক। প্রবাস জীবনে শত ব্যস্ততার মধ্যেও যে একাধারে সাহিত্যের সব শাখায় অবদান রেখে যাচ্ছেন। তার কবিতায়ও অসামান্যভাবে উঠে এসেছে বাংলাদেশের সৌন্দর্য, প্রকৃতি ও পরিবেশের অপরূপ বর্ণনা ও বন্দনা। তার মতো লেখকের উচিত দেশে এসে নিজেকে উজার করে লেখালেখিতে পূর্ণ মনোযোগ দেওয়া।’

মুখ্য আলোচকের বক্তব্যে কবি, কথাসাহিত্যিক ও অনুবাদক মুম রহমান বলেন, ‘রেজা নুরের সরল ভঙ্গি ও বর্ণনা পাঠককে ধরে রাখতে সহযোগিতা করে। যে কোনো বর্ণনা করতে গেলে তা যেন সত্যিকার বা বাস্তবিকভাবে দেখা মেলে।’ এ ছাড়া তিনি লেখক রেজা নুরের অন্যান্য বইয়ের ছোট ছোট ব্যাখ্যা ও বইয়ের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন।

বিশেষ অতিথি কবি সাম্মি ইসলাম নীলা রেজা নুরের ‘আদমের আগের পৃথিবী’ কবিতাটি পাঠের পাশাপাশি বলেন, ‘সরল ভঙিমায় রেজা নুর যে চিত্র আঁকেন এককথায় তা অসাধারণ। রেজা নুর ব্যক্তি হিসেবেও প্রশংসনীয় একজন মানুষ। তিনি মানুষকে সহজেই আপন করে নিতে জানেন।’

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে কথা বলেন কবি ও সাংবাদিক পলিয়ার ওয়াহিদ, কবি মাহমুদ নোমান এবং কবি, কথাসাহিত্যিক ও সম্পাদক জব্বার আল নাঈম।

পলিয়ার ওয়াহিদ বলেন, ‘যশোর আমার জন্ম এলাকা। মাইকেল মধুসূদন দত্ত, ফররুখ আহমেদ, রেজাউদ্দিন স্টালিন সেই পরম্পরায় যশোরে পেয়েছি রেজা নুরকে। তার সঙ্গে পরিচয়ের আগে পরিচিত হই তার লেখার সঙ্গে। ‘এখনো ভোর’ উপন্যাস পড়েছি। অসম্ভব ভালো লাগা কালজয়ী উপন্যাস।’

চতুরঙ্গ সম্পাদক জব্বার আল নাঈম বলেন, ‘লেখালেখির কারণে রেজা নুরকে দেশের মানুষ চিনতে পেরেছি সত্যি কিন্তু তার আরও কিছু অবদান আছে। তিনি সত্যিকারের দেশপ্রেমিক। তিনি স্থানীয়ভাবে অনেক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপস্থাপিকা জিনাত রেহানা লুনা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাসানুর রহমান। লেখক রেজা নুর নিজেও সংক্ষিপ্ত আকারে জীবন ও লেখালেখি নিয়ে কথা বলেন। এ সময় সভাপতিত্ব করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান।

একই অনুষ্ঠানে রেজা নুরের আরও দুটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়। প্রথমটি কবিতাগ্রন্থ ‘আদমের আগের পৃথিবী’ এবং উপন্যাস ‘চেনা আগুন’।

চতুরঙ্গ লেখক সূচিতে উল্লেখযোগ্য- ফিরোজ আশরাফ, মুম রহমান, মনি হায়দার, তাজ ইসলাম, খালেদ রাহী, শামস সাইদ, মোজাফ্ফর হোসেন, সাইফ বরকতুল্লাহ, পলিয়ার ওয়াহিদ, আজিম হিয়া, শিবলী আহমেদ, কাজী শোয়েব শাবাব, শিমুল জাবালি, সাম্মি ইসলাম নীলা, জোবায়ের মিলন, মাহমুদ নোমান, রাসেল আবদুর রহমানসহ অনেকে।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।