রাখী মদিনার থ্রিলার ‘আমি দুয়ারী’

প্রথম প্রেমের আঘাত, আশপাশের মানুষদের অবহেলা, স্বার্থপর দুনিয়া, বিশ্বাসঘাতকতা—ইরার ভেতর আরও একটা সত্তার জন্ম দেয়—তার ২য় সত্তা। সবচেয়ে বেশি ক্ষমতাবান এই সত্তা।
বলা হয়ে থাকে, মানুষের মস্তিষ্ক নাকি কয়েকটা শক্তিশালী কম্পিউটারের চেয়েও বেশি পাওয়ারফুল। মানুষ এক জীবনে তার মস্তিষ্কের পুরাটা কাজে লাগাতে পারে না। এই স্টেজে ইরা তার পুরো মস্তিষ্ককে কাজে লাগাতে পারে। মস্তিষ্কের নিউরনের প্রতিটা অনুরণন কাজ করা শুরু করে।
সে স্বভাবে ইরার বিপরীত। সে প্রেম বোঝে না, সে লজিক বোঝে। দুনিয়ার সব প্রতারক তার শত্রু। প্রতারকদের সে মৃত্যু উপহার দিতেই বেশি পছন্দ করে। কারণ সে জানে দুনিয়ার আদালতে তাদের বিচার হবে না।
তাকে খুব কম মানুষ দেখেছে এবং যারা দেখেছে তাদের কেউই আর বেঁচে নেই। তুখোড় বুদ্ধির সাথে সে প্রতিটা খুন করে। সেসব খুনের থাকে না কোনো সাক্ষী-প্রমাণ।
স্বভাবে সে অসম্ভব শান্ত এবং ঠান্ডা। তবে খুনের সময় তার প্রচুর সিগারেটের তৃষ্ণা পায়। এজন্যই সব সময় তার হাতে থাকে সিগারেট এবং এটা টানতে টানতে সে খুনগুলো করে।
এমনই গল্প নিয়ে প্রকাশিত হয়েছে লেখক রাখী মদিনার সাইকোলজিক্যাল থ্রিলার ‘আমি দুয়ারী’। বইটি প্রকাশ করেছে নবকথন প্রকাশনী। প্রচ্ছদ করেছেন আভা তাজনোভা ইরা। নামলিপি করেছেন ফারহান শিব্বির।
বইটির প্রকাশক মোশাররফ হোসাইন নীলয় বলেন, ‘বইটি ২০২৫ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২৮০ টাকা। আশা করি বইটি সবার ভালো লাগবে।’
এসইউ/এএসএম