বই আলোচনা
হাজার রঙের ক্যানভাস: আলো-অন্ধকারের কথা
অন্তরা হক
তরুণ কবি ফাহমিদুল হাসানের ‘হাজার রঙের ক্যানভাস’ শুধু একটি কবিতার বই নয়; এটি পাঠকের অনুভূতির রং পাল্টে দেয়। যেখানে প্রতিটি শব্দ, ছন্দ বুকে লাগে। অনাবিল অনুভূতি সৃষ্টি করে। জীবনের আলো-অন্ধকার, প্রেম-বিগ্রহ, সমাজ-সংকট, স্বপ্নভঙ্গ আর মানুষের মনোজগতের কথা তুলে ধরে।
বইয়ের প্রতিটি কবিতা পাঠকের মনে বহু প্রশ্ন জাগিয়ে তোলে। নিজের অস্তিত্ব নিয়ে, ভালোবাসার সীমা নিয়ে, সময়ের নির্মমতা নিয়ে কিছু কবিতা পাঠকের হৃদয়কে নিঃশব্দে স্পর্শ করে যায়। কবিতায় সহজ-সরল ভাষা, প্রতীক, উপমা ও চিত্রকল্প ব্যবহার পাঠকের মনে স্থায়ী ছাপ না ফেললেও কখনো প্রেম, কখনো বিরহ, আবার কখনো নিঃসঙ্গতার কথা তুলে ধরে।
বইটি পাঠ করলে নিজেই যেন হারিয়ে যাওয়ার অনুভূতিগুলোর মুখোমুখি দাঁড়িয়ে পড়েন। বইয়ের শিরোনামের মতোই প্রতিটি কবিতা বহু রঙের, বহু স্তরের অনুভূতি দিয়ে লেখা এক বর্ণিল ক্যানভাস। সে হিসেবে বলা যায়, বইটির ভালো লাগা কিছু কবিতা, যেমন- ‘শান্তি দাও’, ‘আগন্তুক’ ও ‘প্রাক্তন’।
- আরও পড়ুন
- মৌন বৃক্ষের রাত্রিদিন: দিনপঞ্জির অপ্রকাশিত অনুভূতি
- প্রাপ্তির সন্ধানে অনন্তে: সরল-সুন্দর কবিতা
ফাহমিদুল হাসানের ‘হাজার রঙের ক্যানভাস’ শুধু কবির নিজের একান্ত ব্যক্তিগত অনুভূতির কথাই নয়। এখানে সমাজ, বাস্তবতা, সময় ও অস্তিত্বের প্রশ্নও তীব্রভাবে তুলে ধরা হয়েছে। কবিতায় সাবলীল শব্দচয়নের মধ্য দিয়ে জীবনের কঠিন সত্যগুলো তুলে ধরেছেন কবি ফাহমিদুল হাসান।
আমরা জানি, পরিবর্তন সমাজের সবচেয়ে সত্য ধর্ম। শুধু তা-ই নয়, একবিংশ শতাব্দী এসেছে কম সময় হয়নি। সঙ্গে এনেছে সমাজ ও সভ্যতায় পরির্বতন। বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতিতে পরিবর্তন এসেছে। সেই পরিবর্তিত সমাজ ও সমাজে বসবাসরত মানুষের ছবিই হলো ‘হাজার রঙের ক্যানভাস’।
মানুষের আত্মকেন্দ্রিকতা, একাকিত্বের হাহাকার এবং আকাঙ্ক্ষার অকপট সংমিশ্রণ ঘটেছে এ কাব্যগ্রন্থে। সমাজ জীবন এবং ব্যক্তি জীবনের কালান্তর দেখানোও ছিল এ গ্রন্থের উদ্দেশ্য। বইটি প্রকাশ করেছে দূরবীণ। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। বিক্রয় মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। আশা করি বইটি সবার ভালো লাগবে।
এসইউ/এএসএম