আসছে তৌফিক সুলতানের বই ‘মাস্টার্স অব বুকস’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৩০ পিএম, ১৪ নভেম্বর ২০২৫

প্রকাশিত হতে যাচ্ছে তরুণ লেখক ও শিক্ষক তৌফিক সুলতানের নতুন বই ‘মাস্টার্স অব বুকস’। বইটি প্রকাশ করছে সাগরিকা প্রকাশনী। প্রকাশনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বইটি আগামী ১৫ নভেম্বর প্রকাশিত হবে।

প্রকাশক জানান, বইটি মূলত ভর্তি, নিয়োগ এবং পরীক্ষা প্রস্তুতি ঘরানার। এতে পরীক্ষার প্রস্তুতি, আত্মউন্নয়ন, জ্ঞানচর্চা, নৈতিকতা ও জীবনের ইতিবাচক পরিবর্তনের দিকনির্দেশনা দেওয়া হয়েছে সহজ ও বাস্তবধর্মী ভাষায়।

বইটি দ্বিভাষিক—বাংলা ও ইংরেজি। এতে ৮০ পৃষ্ঠা আছে। মূল্য ২৫০ টাকা। বইয়ের প্রতিটি অধ্যায়ে পাঠক জ্ঞান, চিন্তা ও আত্মোন্নয়নের বাস্তব প্রয়োগ সম্পর্কে ধারণা পাবেন। লেখকের ভাষায়, ‘বইটি শুধু পরীক্ষার প্রস্তুতির নয়, এটি চিন্তা ও জ্ঞানের নতুন যাত্রাপথ।’

আরও পড়ুন
প্রকাশিত হলো রাইসুল ইসলামের ‘মানুষ হইতে সাবধান’
সুমন কুমার দত্তের প্রথম কাব্যগ্রন্থ ‘অলকানন্দা শহরে’

তৌফিক সুলতান ১৯৯৯ সালের ৪ ফেব্রুয়ারি গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি সাহিত্য, জ্ঞানচর্চা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আগ্রহী ছিলেন।

বর্তমানে তিনি ব্রেভ জুবিল্যান্ট স্কলার্স অব মনোহরদী মডেল কলেজের প্রভাষক, ভাওয়াল ইসলামিক ক্যাডেট একাডেমির ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়েলফশন মানবকল্যাণ সংঘের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।