বই আলোচনা

সংগঠন ও বাঙালি: যে কারণে পাঠ জরুরি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬
ফাইল ছবি

তাহমিনা আক্তার মীম

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ‘সংগঠন ও বাঙালি’ বইটি বর্তমানের প্রেক্ষাপটে খুবই উপযোগী। এতে লেখক আমাদের সাংগঠনিক প্রতিভা কম হওয়ার কারণ এবং কেন আমাদের সংগঠনগুলো ভঙ্গুর, সে সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। তিনি বইটিতে দেখিয়েছেন বাঙালির সাংগঠনিক দুর্বলতা, দুর্বলতার মূল কারণ, ব্যর্থতার মূল কারণ ও সংগঠনগুলোর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক রূপরেখা।

সুপরিকল্পিত এবং সংঘবদ্ধ চেষ্টাই মূলত সংগঠন। সংগঠন সমষ্টিগত স্বার্থ রক্ষা করে। যুগের পর যুগ পরাধীনতার শৃঙ্খলে থাকার যে ইতিহাস; তার জন্য লেখক আমাদের সাংগঠনিক দুর্বলতাকে দায়ী করেছেন। আমরা বহুকাল বহিরাগতদের পদানত ছিলাম। আমাদের দেশীয় সংগঠনগুলো যাত্রা শুরু করে মূলত একাত্তরের পরে। স্বাধীনতার পর দেশের উৎকণ্ঠাবান ও চিন্তাশীল ব্যক্তিবর্গ সংগঠনের অভাব বোধ করেন এবং আজ অবধি সংগঠন জাতির অনিবার্য বিধিলিপি। তবে এ দেশীয় সংগঠনগুলো বেশিরভাগ সময়ই ব্যর্থ হয়।

লেখক এই ব্যর্থতার কারণগুলোও উল্লেখ করেছেন। এই ব্যর্থতাকে কিভাবে সফলতায় রূপ দেওয়া যায়; সেই উপায়গুলোও তিনি তার লেখনীর মাধ্যমে উপস্থাপন করেছেন। তিনি দেখিয়েছেন, আত্মস্বার্থই এ দেশীয় সংগঠনগুলোর ব্যর্থতার মূল কারণ। আমাদের আত্মপরতা সাংগঠনিক বিকাশকে দুর্বল করে দিয়েছে। তাছাড়া বাঙালির স্বাস্থ্যহীনতাকেও লেখক সাংগঠনিক দুর্বলতার কারণ বলে আখ্যা দিয়েছেন। আমাদের রুগ্ন স্বাস্থ্য আমাদের নিস্পৃহ ও দুর্বল করে রাখে।

আরও পড়ুন
ওঙ্কার: একটি দেশের জন্মকথা 
শেষের কবিতা: প্রেম ও বাস্তবতার অনন্ত সংলাপ 

আমাদের দেশীয় সংগঠনগুলোতে রাজনৈতিক প্রভাব আপনি অস্বীকার করতে পারবেন না। যেখানে সভাপতি একজন হলে সহসভাপতি তিনজন। যে কারণে সংগঠনগুলোর সদস্য নিজ নিজ দায়িত্ব ঠিকঠাক বুঝে নিতে পারেন না। ফলে সংগঠন ক্রমশই ব্যর্থতার দিকে অগ্রসর হয়।

লেখক বইয়ের শেষ কয়েক পাতায় সংগঠনের উত্তরাধিকার সমস্যার কথা উল্লেখ করেছেন। আমাদের দেশে একটি সংগঠন গড়ে তোলা এমনিতেই কঠিন। তার ওপর সংগঠনের যোগ্য উত্তরাধিকার পাওয়া যায় না বলে সংগঠনগুলোকে আরও টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে।

‘সংগঠন ও বাঙালি’ বইটি পড়ে আপনি সংগঠন, সংগঠন নির্মাণ, পরিচালনা, সংগঠনের সফলতা ও ব্যর্থতার কারণ সম্পর্কে বিশদভাবে জানতে পারবেন। যা ভবিষ্যতে সংগঠন নির্মাণ ও পরিচালনায় আপনাকে ব্যাপক সহযোগিতা করবে। স্বাধীনতা রক্ষায় এবং বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নে সংগঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করাবে।

লেখক: শিক্ষার্থী, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।