বই আলোচনা

ঘরে বাইরে: প্রথা ভাঙার উপাখ্যান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০৯ জানুয়ারি ২০২৬
ফাইল ছবি

উম্মে হাবিবা কনা

নিখিলেশ, বিমলা, সন্দীপ, মেজোরানী, মাস্টারমশাই, পঞ্চুসহ বেশ কিছু চরিত্র নিয়ে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ‌‘ঘরে বাইরে’। উপন্যাসে প্রধান চরিত্র বিমলা, সে তার স্বামী নিখিলেশের কাছে অনেক স্বাধীনতা পায়। সে সময়ের আধুনিক মন-মানসিকতার পুরুষ নিখিলেশ, সে তার বউকেও পড়াশোনা করায়। তাকে ঘরে আবদ্ধ না রেখে বাইরেও যাতায়াত করায়। আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলে বিমলাকে। আধুনিক পোশাকে সজ্জিত করে। সে মত প্রকাশের সুযোগ পায়, ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর সুযোগ পায়।

স্বামীর উৎসাহে সামাজিক বিধি-নিষেধ অবজ্ঞা করে, প্রচলিত প্রথা ভেঙে বিমলা স্বদেশী আন্দোলনের নেতা সন্দ্বীপের সাথে মেশে। এ সময় সন্দীপ নামের এই বন্ধু সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হওয়ার মতো নিখিলেশ ও বিমলার সংসারে ঝামেলা সৃষ্টি করে। সন্দ্বীপকে আশ্রয় দেওয়া হয় নিখিলেশদের বাড়িতে। সন্দ্বীপ বিমলাকে নানাভাবে প্রশংসা করে প্ররোচিত করে। একপর্যায়ে স্বামী নিখিলেশের থেকে সন্দ্বীপের জন্যই তার বেশি আগ্রহ কাজ করে, মন পোড়ায়। স্বামীকে আদর-যত্ন না করে সে সন্দ্বীপের খেয়াল রাখতে শুরু করে।

বিমলার ভেতর সন্দ্বীপ দেশের জাগ্রত শক্তিকে প্রত্যক্ষ করেছে বলে দাবি করে তাকে প্রভাবিত করতে থাকে। মক্ষীরানী বলে ডাকে বিমলাকে। শ্যামলা বর্ণের বিমলা, সন্দ্বীপের সংস্পর্শে এসে নিজেকে নিয়ে দেশকে নিয়ে ভাবতে শুরু করে।

আরও পড়ুন
শেষের কবিতা: প্রেম ও বাস্তবতার অনন্ত সংলাপ 
চরিত্রহীন: মানবমনের গভীর উপলব্ধি 

মূলত বিমলা চাইতো নিখিলেশ অধিক সরল না হোক, সবাইকে সরলভাবে বিশ্বাস না করুক। বিশেষত বড়জা, মেজজা, সন্দ্বীপ সম্পর্কে ধারণা দিতে চেষ্টা করে ব্যর্থ হতো। এভাবে মনস্তাত্বিক দূরত্ব তৈরি হয় স্বামী নিখিলেশের সাথে। আর সুযোগের সদ্ব্যবহার করে ভণ্ড-প্রতারক-নারীলোভী সন্দ্বীপ।

নিখিলেশের চরিত্র ভালো লেগেছে। পার্শ্বচরিত্র মাস্টারমশাইয়ের ব্যক্তিত্ব ও শিক্ষণীয় কর্মকাণ্ড ভালো লেগেছে। এ ছাড়া নারী-পুরুষের মনস্তাত্ত্বিক চিন্তা-চেতনা, মানবিকতা, আত্মত্যাগ, মহত্ব, সাংসারিক জটিলতা-কুটিলতা, দেশপ্রেমসহ নানাবিধ বিষয় সম্পর্কে ধারণা রয়েছে বইটিতে।

বই: ঘরে বাইরে
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
প্রচ্ছদ: আইয়ুব আল আমিন
প্রকাশনী: দূরবীণ
মূল্য: ২৫০ টাকা।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।