মুরসালিন হক জুনায়েদের কবিতার বই
অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক মুরসালিন হক জুনায়েদের কবিতার বই ‘লালবাগ ও ক্যামেরায় রেখেছি চোখ’। বইটি প্রকাশ করেছে নৈঋতা ক্যাফে।
বইটি পাওয়া যাচ্ছে ৪৮৩ নম্বর স্টলে। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।
বইটি সম্পর্কে জুনায়েদ বলেন, ‘কথা দিলাম, বিনয়ের সাথে তীব্র সমালোচনাও গ্রহণ করবো। তবে সেটা করতে হলেও বইটি কিনুন। মেলার প্রথম দিন থেকেই বইটি পাওয়া যাচ্ছে।’
এসইউ/পিআর