বিমান ধরের ডাকবাক্সের খোঁজে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:২৫ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২০

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কথাসাহিত্যিক বিমান ধরের পত্রকাব্য ‘ডাকবাক্সের খোঁজে’। বইটি প্রকাশ করেছে নৃ প্রকাশন।

বইটি বইমেলায় প্রথম দিন প্রকাশিত হয়েছে। পত্রকাব্যটি পাওয়া যাচ্ছে বইমেলার নৃ প্রকাশনের ৩৮৪ নম্বর স্টলে।

বইটি সম্পর্কে কবি বলেন, ‘সময়ের সাথে সাথে বদলাচ্ছে জীবন। জীবিকার প্রয়োজনে থাকতে হচ্ছে প্রিয় মানুষ থেকে দূরে। দেখা হয় কালেভদ্রে। এমন সম্পর্কগুলোতে প্রেমের চেয়ে বিরহের জয়জয়কার। পুড়ছে যুগল, পুড়ছে সম্পর্ক।’

কবি আরও বলেন, ‘যেখানে প্রেমিক দূরে থাকা প্রেমিকাকে খুঁজে চলেছে সকালের জলে, শান্ত বিকেলে। লিখে চলেছে প্রেমিকার কাছে চিঠির পর চিঠি।’

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।