বইমেলায় সানাউল্লাহ সাগরের নতুন ২ বই

অমর একুশে বইমেলায় কবি ও কথাশিল্পী সানাউল্লাহ সাগরের নতুন দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে। বই দুটি হলো- ‘উপাসনা শেষ হলে’ এবং ‘অনার্যের সাইকেল’।
‘উপাসনা শেষ হলে’ প্রকাশ করেছে বাউণ্ডুলে প্রকাশন। বইটি পাওয়া যাচ্ছে ৬১৩ নম্বর স্টলে। ‘অনার্যের সাইকেল’ প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। পাওয়া যাচ্ছে ৩৩৫-৩৩৬ নম্বর স্টলে।
মেলায় প্রকাশিত তার নতুন দুটি কবিতার বই ছাড়াও আগে প্রকাশিত বইগুলোও পাওয়া যাচ্ছে। তার উপন্যাস ‘সহবাস’ পাললিক সৌরভের ৩৬৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
এ ছাড়া ছোটগল্প ‘লাবণ্য দাশের সাথে দেখা হওয়ার পর’, দীর্ঘ কবিতা ‘মাথার এপ্রোন’, পত্রোপন্যাস ‘গুহা’ অনুপ্রাণন প্রকাশনের ৩৩৫-৩৩৬ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
এসইউ/এমএস