বইমেলায় সিসিমপুর অনুষ্ঠানে নেচে-গেয়ে উল্লাস শিশুদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৮ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

বছর ঘুরে আবারও শুরু হয়েছে অমর একুশে বইমেলা। বাংলা একাডেমির ঘোষণা অনুযায়ী, মেলা ঘিরে সপ্তাহের শুক্র ও শনিবার থাকছে ‘শিশু প্রহর’। গতকাল শুক্রবার ছিল এবারের মেলার প্রথম সাপ্তাহিক ছুটির দিন। ওইদিন উদ্বোধন করা হয়েছে শিশু প্রহরের সিসিমপুর অনুষ্ঠান। আজ শনিবার সকালেও মেলায় শিশু প্রহরের সিসিমপুর অনুষ্ঠান শুরু হতে দেখা গেছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের গেটের প্রবেশমুখেই শিশু চত্বরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

আজ বিকেল সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টায়ও থাকবে শিশু প্রহরের আয়োজন। মেলার শিশু চত্বরে এ আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একুশে বইমেলার চতুর্থ দিন শনিবার সকালে মেলা প্রাঙ্গণে আসা শিশুদের আনন্দে মেতে ওঠতে দেখা গেছে। আনন্দের ছলে শেখার জন্য টুকটুকি, হালুম, ইকরি আর শিকুদের সঙ্গে দর্শক হয়ে যায় মেলায় আসা শিশুরাও। পাশে দাঁড়িয়ে সেই আনন্দ উপভোগ করেছেন অভিভাবকরাও। ছন্দে-সুরে ও ছড়া-গানে সিসিমপুরের এসব চরিত্র বাচ্চাদের জন্য নানা শিক্ষণীয় বিষয় পরিবেশনায় তুলে ধরা হয়।

রাজধানীর ধানমন্ডি থেকে আসা শিশু রাইফা জাহান জানান, সিসিমপুর দেখে তার ভালো লাগছে। অনেক মজা করেছে সে। সিসিমপুরের চরিত্রগুলোর সঙ্গে নেচেছেও।

মেহজাবিন নামের আরেক শিশু বলে, আমি আজ মেলায় এসে সিসিমপুর দেখেছি। অনেক মজা করেছি। মেলায় ঘুরবো, বই কিনবো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মেলায় ছেলেকে নিয়ে ঘুরতে আসা আইনুল হক জাগো নিউজকে বলেন, ছেলেকে নিয়ে এলাম সিসিমপুর দেখাতে। আমি নিজেও এসব দেখে বড় হয়েছি। শিশুরা তো মজা করতে করতেই শেখে।

সিসিমপুরের সমন্বয়ক সাব্বির আহমেদ বলেন, শিশু চত্বরে তিনটি করে প্রোগ্রাম থাকবে। প্রতি শুক্রবার ও শনিবার সিসিমপুরের এ আয়োজন চলবে পুরো ভাষার মাসজুড়ে।

বিজ্ঞাপন

আরএসএম/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।