মাসুম আওয়ালের ‘গোয়েন্দা ডব্লিউ হিং টিং ছট’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:২৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশ হয়েছে শিশুসাহিত্যিক মাসুম আওয়ালের প্রথম উপন্যাস ‘গোয়েন্দা ডব্লিউ হিং টিং ছট’। শিশু-কিশোদের জন্য লেখা বইটি প্রকাশ করেছে অর্জন প্রকাশন। মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।

বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে অর্জন প্রকাশনীর ৪৪০ নম্বর স্টলে।

বিজ্ঞাপন

মাসুম আওয়াল জানান, এ সময়ের বিখ্যাত গোয়েন্দা ডব্লিউ হিং টিং ছট। তার তিন সহকারী অংকন, অরূপ ও মুনিয়া। এ পর্যন্ত প্রচুর রহস্যের সমাধান করেছেন তারা। তাদের নাম-ডাক ছড়িয়ে পড়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া। তাদেরই দুর্ধর্ষ এক অভিযানের কাহিনি নিয়ে এ উপন্যাস।’

আরও পড়ুন: প্রথম বই সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো: সুুমনা গুপ্তা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দেড় যুগেরও বেশি সময় শিশুসাহিত্য চর্চা করে আসছেন মাসুম আওয়াল। পাঠকপ্রিয়তা পেয়েছে তার লেখা ছড়ার বই ‘বাকশো ভরা একশো ছড়া’, ‘আমিও ফড়িং তুমিও ফড়িং’, ‘টই টই হই চই’।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

তার শিশু-কিশোর গল্পের বই ‘জটা কবিরাজ ও ভুতুড়ে বটগাছ’ ও ‘আশেকীন স্যারের ক্লাশে মিষ্টি একটা পরি’। বইগুলোও পাওয়া যাচ্ছে পার্ল পাবলিকেশন ও অর্জনের স্টলে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।