এবার সাংবাদিকতা বিষয়ে বই আনছেন রনি রেজা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০৩ জানুয়ারি ২০২৪

কথাশিল্পী, গীতিকার ও সাংবাদিক রনি রেজার লেখা গণমাধ্যম বিষয়ক বই ‘গণমাধ্যমের মোহ ও দায়বদ্ধতা’ আসছে এবারের বইমেলায়। ঘাসফুল প্রকাশনী থেকে প্রকাশ হবে এটি। গণমাধ্যমের নানা দিক নিয়ে রচিত ২১টি প্রবন্ধ ঠাঁই পেয়েছে বইটিতে। প্রচ্ছদ করেছেন শামীম আরেফিন।

এ বিষয়ে রনি রেজা বলেন, ‘সাংবাদিকতা পেশা নিয়ে বেশ ধূম্রজাল রয়েছে। কারো কাছে এটি প্রচুর টাকা উপার্জনের মাধ্যম। কারো দৃষ্টিতে সাংবাদিকতা কোনো পেশাই নয়, কেবল ক্ষমতা প্রদর্শনের মাধ্যম। আবার কেউ কেউ তো মনে করেন সাংবাদিকতা মানেই অন্যকে জিম্মি করে টাকা উপার্জন, এদের নির্দিষ্ট কোনো বেতন-ভাতা নেই।’

তিনি বলেন, ‘এসব ধূম্রজাল সাংবাদিকতা পেশাকে বিতর্কিত করে। অনেকে না বুঝেই বা নিজের মতো বুঝেই এ পেশার প্রতি আকৃষ্ট হন। আমার চাওয়া যিনি এ পেশায় আসবেন, জেনে-বুঝেই আসুক যে, এ পেশায় কতটুকু মধু আছে আর কতটুকু বিষ আছে। কোনো মোহ বা ভ্রান্তি থেকে নয়।’

আরও পড়ুন: গোছানো ও পরিপাটি বইমেলা চাই: রনি রেজা

বইটি সাংবাদিকদের পেশাদারিত্বের ক্ষেত্রে খুবই কাজে আসবে বলে মনে করেন ঘাসফুলের প্রকাশক মাহাদী আনাম। তিনি বলেন, ‘যারা সাংবাদিকতায় আসতে চান, তাদের প্রত্যকের পড়া উচিত বইটি। আশা করছি বইটিতে ব্যাপক সাড়া মিলবে।’

গীতিকার হিসেবেও বেশ সুনাম রয়েছে রনি রেজার। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু, কামরুজ্জামান রাব্বী, খায়রুল ওয়াসী, দীপ্র বড়ুয়া ও দুর্জয় বড়ুয়াসহ অনেকেই। তিনি সাহিত্যের ছোটকাগজ ‘কিচ্ছা’ সম্পাদনা করেন। অর্জন করেছেন ‘বেহুলা বাংলা বেস্ট সেলার বই সম্মাননা’, ‘ঢাকা সাব-এডিটরস কাউন্সিল লেখক সম্মাননা’, ‘এসবিএসপি বীর মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলাম সাহিত্য সম্মাননা’ এবং ‘সাহিত্য দিগন্ত লেখক সম্মাননা’।

তার প্রকাশিত বইসমূহ: ‘এলিয়েনের সঙ্গে আড্ডা’ (গল্পগ্রন্থ), ‘পাখিবন্ধু’ (শিশুতোষ গল্প), ‘মস্তিষ্কের তৃতীয় মুদ্রণ’ (গল্পগ্রন্থ) ও ‘খালুইভর্তি হাহাকার (গল্পগ্রন্থ)’। ‘গণমাধ্যমের মোহ ও দায়বদ্ধতা’ তার পঞ্চম বই হলেও প্রবন্ধের বই হিসেবে এটিই প্রথম। তিনি দীর্ঘদিন ধরেই সমকাল, মানবকণ্ঠ, ভোরের কাগজ, যায়যায়দিন, সংবাদ ও ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকায় কলাম লিখছেন। গণমাধ্যমের নানা দিক নিয়ে রচিত কলামগুলো বিভিন্ন পত্রিকায় প্রকাশ হয়েছে। কাজ করেছেন ভোরের পাতা, আরটিভি, জাগরণ, যমুনানিউজসহ বেশ কয়েকটি গণমাধ্যমে। বর্তমানে অনলাইন গণমাধ্যম ডেইলি বাংলাদেশে কর্মরত।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।