বইমেলায় সাহিল রহমানের উপন্যাস ‘ঐন্দ্রজালিক’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:১৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

এবারের বইমেলায় প্রকাশিত হলো সাহিল রহমানের দ্বিতীয় থ্রিলার ঘরানার উপন্যাস ‘ঐন্দ্রজালিক’ক'। বইমেলার শুরুতেই উপন্যাসটি প্রকাশ করেছে বাতিঘর প্রকাশনী। এর গল্পে নানা সাসপেন্স থাকায় এরই মধ্যে উপন্যাসটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বইটির ব্যাপারে সাহিল রহমান বলেন, ‘ঐন্দ্রজালিক’কের অভিধানিক অর্থ যদি বলি, সেটা হচ্ছে জাদুকর। তবে জাদুর কোনো ঘটনা নেই। কিন্তু গল্পটার শুরু আধ্যাত্মিক একটি চরিত্রে। এই চরিত্রের জন্যই এই নামকরণ। অনেকগুলো ভিন্ন ঘটনা নিয়ে লিখেছি গল্পটা, তাই নির্দিষ্ট করে কোনো জনরা বলা যাবে না। তবে একদিক হতে দেখলে, মনস্তাত্ত্বিক থ্রিলার বলা যাবে। আমার মতে মানুষের মন সব চেয়ে বেশি রহস্যময়, প্রতিটি মনের মধ্যে রহস্য লুকায়িত থাকে। এটাই বিশেষ কারণ।'

লেখক হিসেবে এ উপন্যাসে আপনার সবচেয়ে কোন চরিত্রটি বেশি পছন্দ? এমন প্রশ্নে তিনি বলেন, 'গল্পের সব চরিত্রই যেহেতু আমার তৈরি, সবাই আমার পছন্দের। তবে চরিত্র নিয়ে বলতে গেলে বলবো, প্রফেসর নাহিদকে ও আশরাফকে সাজাতে আমার সবচেযে বেশি ভালো লেগেছে। তিনি একজন মনোবিজ্ঞানী, এর বেশি কিছু বলা যাবে না। বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় ৪৫৫-৪৫৬ নাম্বার স্টলে।'

তার উপন্যাসের মধ্যে 'ছায়া', 'সুহাসিনী', 'ধূলিকণা' অন্যতম। এ উপন্যাসও পাঠকপ্রিয় হবে বলে আশাবাদী লেখক।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।