‘প্রেম সাহিত্যের আত্মা, ভূমির আত্মা নকশা’র মোড়ক উন্মোচন

‘প্রেম সাহিত্যের আত্মা, ভূমির আত্মা নকশা’ নামে একটি প্রবন্ধগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ১১ জানুয়ারি সকালে মাদারীপুরের মৈত্রী মিডিয়া সেন্টারের হলরুমে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
বইটি লিখেছেন অবসরপ্রাপ্ত সেটেলমেন্ট কর্মকর্তা মো. মজিবর রহমান। ১৯টি প্রবন্ধের মাধ্যমে সাবলীল ভাষায় উপস্থাপিত বইটি সম্পাদনা করেছেন লেখকের মেয়ে মৌরী রহমান। যেখানে প্রেমের গভীরতা এবং ভূমির প্রতি মানুষের মমতার পরিচিতি ফুটিয়ে তুলেছেন চমৎকারভাবে।
মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মৈত্রী মিডিয়ার উপদেষ্টা, সাহিত্যিক ও সাংবাদিক মু. সেলিম ফরাজি, সিনিয়র সাংবাদিক ও ইতিহাস গবেষক সুবল বিশ্বাস।
- আরও পড়ুন
বইপড়ার পাশাপাশি সংস্কৃতিচর্চার অভ্যাস গড়ে তুলতে হবে
সাড়ে ৫ বছরে ১২ হাজার বই দিয়েছে চর্যাপদ একাডেমি
বক্তব্য রাখেন মৈত্রী মিডিয়ার সাধারণ সম্পাদক এস.এম আরাফাত হাসান, সাংবাদিক ও সাহিত্যিক রিপনচন্দ্র মল্লিক, জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুরের সভাপতি শরীফ মো. ফায়েজুল কবীর, সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক আরিফুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘লেখক তার কাজের মাধ্যমে আমাদের স্মরণ করিয়ে দেন, সাহিত্য শুধু খোলসা করে জীবনের গল্প নয়, এটি এক ধরনের দর্শন। যেখানে প্রেমের আলোকে মানুষ এবং ভূমি একই সূত্রে আবদ্ধ। যারা বইটি পড়বেন, তারা এক নতুন উপলব্ধির পথে হাঁটবেন, যেখানে ভালোবাসা এবং ভূমির প্রতি মানুষের মমতা এক সার্বজনীন বন্ধনে আবদ্ধ।’
এসইউ/জেআইএম