বইমেলায় মুনিরা প্রীতুর সাইকোলজিক্যাল থ্রিলার

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মুনিরা প্রীতুর সাইকোলজিক্যাল থ্রিলার ‘ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না’। বইটি প্রকাশ করেছে নবকথন প্রকাশনী। প্রচ্ছদ করেছেন ফাইজা ইসলাম।
সাইকোলজিক্যাল থ্রিলার ও সুপারন্যাচারাল হররের মিশেলে লেখা উপন্যাসটি বইমেলায় নবকথন প্রকাশনীর ৭৭৩-৭৭৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। মুদ্রিত মূল্য ২৮০ টাকা। বইটি রকমারিসহ অন্য অনলাইন বুকশপগুলোতেও পাওয়া যাবে।
মুনিরা প্রীতু বলেন, ‘উপন্যাসটি শুধু একটি বলে যাওয়া গল্প নয় বরং এমনই কিছু অনুভূতির রূপক। যেখানে প্রকৃতি, রহস্য এবং মনস্তত্ত্ব মিলেমিশে তৈরি করেছে এক চমকপ্রদ জগত। উপন্যাসের প্রোটাগনিস্ট ‘মায়া’কে ঘিরে গল্পের প্রতিটি রহস্য, ক্রাইম এবং অতিপ্রাকৃত ঘটনাপ্রবাহ আবর্তিত হয়।’
আরও পড়ুন
মুনিরা প্রীতু পেশায় আয়কর কর্মকর্তা। পরিবার নিয়ে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। ইংরেজিতে মাস্টার্স করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। প্রায় এক যুগ ধরে লেখালেখি করছেন।
২০১৯ সালের বইমেলায় প্রথম বই ‘স্বপ্নচারিণী’ প্রকাশিত হয়। ২০২৩ সালে প্রকাশিত হয় উপন্যাস ‘ইনীশা’। ২০২৪ সালে ‘ঘুমন্ত শহর’ গল্প সংকলন প্রকাশিত হয়। লেখার পাশাপাশি গান, মঞ্চনাটক, সাংস্কৃতিক অনুষ্ঠানে বেশ সক্রিয়।
এসইউ/এমএস