একুশে বইমেলায় রিয়াজুল হকের 'দ্য আর্ট অব পিস'

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৫:১২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

লেখক, চিন্তাবিদ ও গবেষক রিয়াজুল হক এর নতুন গবেষণাধর্মী বই 'দ্য আর্ট অব পিস' অমর একুশে বইমেলায় এসেছে। বইটি দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে এবং প্রচ্ছদ করেছেন মো. জহিরুল হক।

লেখক রিয়াজুল হক বলেন, আমাদের অনেকের মধ্যেই একটা ধারণা রয়েছে যে, পবিত্র কুরআন মনে হয় শুধু জান্নাতের শান্তির কথা বলা বলেছে। বিষয়টা আসলে সেরকম নয়। দুনিয়ায় কিভাবে শান্তিতে থাকা যায়, কুরআনে সেই বিষয়েও সুস্পষ্ট উল্লেখ রয়েছে।

প্রশ্ন করা হয়, দুনিয়া তো খুব স্বল্প সময়ের জন্য। তারপরেও এখানে শান্তিতে থাকা কেন গুরুত্বপূর্ণ?

এই প্রসঙ্গে লেখক বলেন, দুনিয়ায় শান্তিতে না থাকতে পারলে আপনি কোনকিছুই ঠিক মতো করতে পারবেন না। এমনকি ঠিক মতো ইবাদত করার জন্য হলেও শান্তিতে থাকা প্রয়োজন। অর্থাৎ পরকালের প্রয়োজনেই দুনিয়ায় শান্তিতে থাকা দরকার।

প্রকাশক মো. শাহাদাত হোসেন বলেন, পৃথিবীর বুকে কীভাবে শান্তিতে থাকা যায়, সেসব বিষয়ে গ্রন্থটিতে আলোচনা করা হয়েছে। কারণ দিনশেষে আমরা সবাই শান্তি খুঁজে ফিরি।

দ্য আর্ট অব পিস' বইটি রকমারি, পিবিএস সহ অমর একুশে বইমেলায় অন্বেষার প্রকাশনের ৭০৯-৭১২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া অন্বেষা প্রকাশনের ওয়েবসাইট থেকেও বইটি সংগ্রহ করা যাবে।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।