এমএম বাদশাহ্‌র ‘নিষিদ্ধ সত্য’ বইয়ের মোড়ক উন্মোচন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৩১ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

পত্রিকা, টেলিভিশন ও রেডিওতে প্রকাশিত-প্রচারিত রিপোর্টের পেছনে থেকে যায় হাজারো অপ্রকাশিত শব্দ। যা গল্প হয়ে জমা থাকে রিপোর্টারের একান্তই নিজের থলিতে। বন্ধুদের আড্ডা-আলোচনায় দু’চার লাইন বলা হলেও অজানাই থেকে যায় রিপোর্টের পেছনের অনেক ঘটনা। এমন সব কিছু অপ্রকাশিত গল্প তুলে ধরা হয়েছে সিনিয়র সাংবাদিক ও বাংলা টিভির চিফ নিউজ এডিটর (সিএনই) এমএম বাদশাহ্‌র লেখা ‘নিষিদ্ধ সত্য’ বইয়ের পাতায়।
অমর একুশে বইমেলায় বর্ষা দুপুর পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে মাঠ রিপোর্টিংয়ের পেছনের গল্প নিয়ে লেখা বইটি।

২৭ ফেব্রুয়ারি বিকেলে অমর একুশে বইমেলার গ্রন্থ প্রকাশ মঞ্চে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক। তিনি বলেন, ‘নিষিদ্ধ সত্য বইটি নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা দেবে। এর মাধ্যমে জানা যাবে অনসুন্ধানকালীন নানা ঘটনার অজানা গল্প।’

রাষ্ট্র সমাজনীতি আর দ্বান্দ্বিক স্বার্থের বলি হওয়ার গল্পগুলোও তুলে ধরা হয়েছে বইটিতে। যা নিয়ে খুবই নতুন সম্ভাবনার আশা দেখছেন রাষ্ট্রপতির এপিএস এইচএম সাগর। লেখকের আগামী বইতে এ ধরনের নানা অভিজ্ঞতার তথ্য তুলে ধরার দাবি জানিয়েছেন বাংলা টিভির পরিচালক মীর নূর উস শামস শান্তনু।

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেছেন, ‘অপরাধ বিষয়ক রিপোর্টিংয়ের অজানা গলি-ঘুপচির খবর জানতে পারলে নতুন করে এই বিটে আসা সাংবাদিকরা অনেক তথ্য জানার সুযোগ পাবেন।’

সিনিয়র সাংবাদিক নয়ন মুরাদের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন রিপোর্টার্স অ্যাগেইন্সট করাপশনের সভাপতি আলাউদ্দিন আরিফ। তিনি বলেন, ‘অপরাধ সাংবাদিকদের অভিজ্ঞতা থেকে সমাজ বাস্তবতায় জানা যায় অনেক ঘটনা। যা নতুন শক্তির রশদ জোগায়।’

চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি এনামূল কবীর রুপম মনে করেন, ‘নিষিদ্ধ সত্য বইয়ের মধ্যে আমাদের সাংবাদিকদের অনেকেরই যাপিত জীবনের গল্প উঠে এসেছে।’

যুক্তরাজ্য প্রবাসী আইনজীবী ব্যারিস্টার মিজানুর রহমান ও সিনিয়র সাংবাদিক সারওয়ার বাবর চৌধুরী তাদের প্রত্যাশায় নতুন করে অজানা তথ্য নিয়ে বই প্রকাশে লেখককে উৎসাহিত করেন।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।