আসছে অঞ্জন হাসান পবনের ‘গারো পাহাড়ের দেশে’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২৭ জুলাই ২০২৫

ইতিহাস-ঐতিহ্য নিয়ে কাজ করতে ভালোবাসেন তরুণ কথাসাহিত্যিক অঞ্জন হাসান পবন। ২০২৫ সালের বইমেলায় প্রকাশিত হয় ম্রো আদিবাসীদের নিয়ে তথ্যনির্ভর উপন্যাস ‘লিটল মাস্টার’। তারই ধারাবাহিকতায় আগামী অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে তার তথ্যনির্ভর উপন্যাস ‘গারো পাহাড়ের দেশে’।

বইটি প্রকাশ করছে কিংবদন্তী পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী আইয়ুব আল আমিন। বইটির মাধ্যমে পাঠক গারোদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মীয় আচার, লোকগল্প, সুসং দুর্গাপুরের ইতিহাস, টংক আন্দোলন, তেভাগা আন্দোলনসহ গারো পাহাড় সম্পর্কিত বহু তথ্য পাবেন।

আরও পড়ুন

লেখক অঞ্জন হাসান পবন জাগো নিউজকে বলেন, ‘উপন্যাসের বিভিন্ন রসদ এবং তথ্য সংগ্রহের জন্য আমি বর্তমানে দুর্গাপুরে অবস্থান করছি। এখানে আগামী ডিসেম্বর পর্যন্ত থাকবো। এর জন্য বিভিন্নভাবে আমার পাশে থেকে যারা সহযোগিতা করছেন, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।’

অঞ্জন হাসান পবনের জন্ম মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা গ্রামে। এ পর্যন্ত তার দশটি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘কয়েদি’, ‘জোনাকি মানব’, ‘টুশি’ এবং ‘লিটল মাস্টার’। লেখালেখির পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেন ‘কিংবদন্তী পাবলিকেশন’ এবং ‘দূরবীণ’ নামে প্রকাশনা প্রতিষ্ঠান।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।