বই আলোচনা

খুচরা পয়সার মতো করে ভালোবাসা জমানো যায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ৩১ জুলাই ২০২৫

মুহিবুল হাসান রাফি

২০২৫ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় তরুণ কবি এমদাদ হোসেনের হৃদয় স্পর্শ করা কাব্যগ্রন্থ ‘খুচরো পয়সার মতো তোমাকে জমাই’। বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন প্রকাশ করেছে বইটি। যার প্রতিটি কবিতায় পাঠক হৃদয়ে এক নীরব চুম্বনের মতো অনুভব পান। কারণ সাবলীল ভাষা, শব্দ আর আবেগ যেন একাকার হয়ে ওঠে।

প্রতিটি কবিতায় প্রেমের মাধুর্য, প্রকৃতির সৌন্দর্য, একাকিত্বের গভীর বেদনা এবং জীবনের কঠিন বাস্তবতার সংবেদনশীল প্রতিফলন ঘটেছে। সৃষ্টিশীলতা ও ভাষার নিখুঁত সমন্বয় পাঠকদের মনে মহাকাব্যিক অনুভূতির ভ্রমণ সৃষ্টি করে। সহজ, হৃদ্য ও সৃষ্টিশীল কবিতার মাধ্যমে এটি বাংলা কাব্যে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

‘খুচরো পয়সার মতো তোমাকে জমাই’ বইটি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে পাঠকের হৃদয়ে। পাঠকপ্রিয় বইটি শুধুই তরুণ কবির আত্মপ্রকাশ নয়; এটি একটি স্বতন্ত্র শিল্পস্বরূপ। যেখানে শব্দের মাধুর্য একলা ক্ষণে অনুভবে রূপান্তরিত হয়। পাঠক এবং সাহিত্যপিপাসুদের জন্য বইটি অনন্য উপহার—যেখানে প্রকৃতির রূপ, প্রেমের তান এবং একাকিত্বের নিঃশব্দ যন্ত্রণা একবিন্দুতে মিলেছে।

এমদাদ হোসেন ২০০২ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে ঢাকার একটি কলেজে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যয়নরত। পাশাপাশি নিয়মিত লেখালেখি চালিয়ে যাচ্ছেন। তিনি কবিতাকে আত্মার মুক্তির মাধ্যম হিসেবে গ্রহণ করেন। স্বতঃস্ফূর্তভাবে শব্দের অন্বেষণে নিমগ্ন থাকেন। গ্রাম্য প্রকৃতি, নদী-পাহাড়, জীবন সংগ্রামের রূপকতায় কবিতায় প্রবেশ করেছে এক অন্তর্দৃষ্টিশীল মানব দর্শন।

সাহিত্যমাধ্যমগুলো জায়গা করে দিচ্ছে বইটিকে। বইটি পাঠকের আবেগকে আবদ্ধ করার এক কর্মময় যাত্রা। পাঠকেরা মনে করছেন, প্রতিটি লাইনে নিজেকে খুঁজে পাচ্ছেন। বইটির বিশ্বসৃজনমূলক সৌন্দর্য, ভাষার স্পর্শ ও অভিব্যক্তির গভীরতা সাহিত্যপ্রেমীদের মনে দাগ কাটছে। লেখক নিজেও এ পথচলায় কবিতাকে আত্মার স্বাধীনতার মাধ্যম হিসেবে দেখেন।

কাব্যগ্রন্থটি এক অসীম শূন্যতার মাঝেও জীবনের রং, ছন্দ এবং অনুভূতির সূক্ষ্ম পরতগুলোকে তুলে ধরে। এমদাদ হোসেনের কবিতায় প্রতিফলিত হয়েছে সমাজের প্রতি গভীর পর্যবেক্ষণ এবং মানবিক দৃষ্টিভঙ্গি। শব্দের গাঁথুনিতে সৃষ্টি করেন মনোমুগ্ধকর ভুবন, যেখানে পাঠক হারিয়ে যেতে বাধ্য।

এ গ্রন্থের মধ্য দিয়ে পাঠক নতুন কণ্ঠস্বরের সঙ্গে পরিচিত হবেন। তিনি আবেগ ও অভিজ্ঞতার মেলবন্ধনে সৃষ্টি করেছেন সৃজনশীল জগৎ। এটি তার প্রথম কাব্যগ্রন্থ। বইটির প্রচ্ছদ করেছেন সাহাদত হোসেন। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।