ছোটদের বই `টোপন সবজী খায় না`
অমর একুশে বইমেলায় রোববার প্রকাশিত হয়েছে ছোটদের জন্য বই টোপন সবজী খায় না। বইটির লেখক সিদ্ধার্থ মজুমদার পেশায় একজন চিকিৎসক। স্বাস্থ্য নিয়ে নিয়মিত লেখালেখি করছেন দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিকে। এর আগে তাঁর স্বাস্থ্য বিষয়ক প্রকাশিত বই ‘রোগহীন প্রতিদিন’।
টোপন সবজী খায় না বইটি ছোটদের জন্য। বিশেষ করে যেসব শিশুরা সবজী খেতে চায় না, বইটি পড়ে তাঁরা সবজীকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলবে। পাতায় পাতায় রঙ্গিন ছবি আর গল্প দিয়ে সাজানো বইটির প্রকাশনা উৎসবেও ছিল বৈচিত্র। টোপন সবজী খায় না বইয়ের প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক, বারডেম হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবীদ শামছুন্নাহার নাহিদ ও অন্যান্য।
এআরএস/এমএস