মেলায় আসছে অহ নওরোজের ‘রোমন্থনের সনদ’
অমর একুশে গ্রন্থমেলায় আসছে তরুণ কবি অহ নওরোজের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘রোমন্থনের সনদ’। বইটির প্রচ্ছদ করেছেন স্লোভেনিয়ান শিল্পী ওলগা জেহাফ। বইটি প্রকাশ করছে কবি প্রকাশনী। কবি প্রকাশনীর ৪৮৯ নম্বর স্টলে খুব শিগগিরই পাওয়া যাবে বইটি।
দেশি শিল্পী দিয়ে প্রচ্ছদের কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে অহ নওরোজ বলেন, ‘আগে থেকেই ইচ্ছে ছিল প্রচ্ছদটি একটু ভিন্ন ধরনের হবে। আর সেই সুযোগটি মিলেও গিয়েছিল। ওলগা আমার খুব ভাল বন্ধু। সে খুব আনন্দিত হয়ে এটি করার ইচ্ছা প্রকাশ করেছিল। তবে তাকে বইটি সম্পর্কে বুঝাতে অনেক কবিতা ইংরেজিতে অনুবাদ করে দেয়া লেগেছে। আমিও তার কাজে অতি আনন্দিত।
অহ নওরোজের প্রথম কাব্যগ্রন্থ ‘নীল নৌকার নারী’ গেল বছর প্রকাশিত হয়েছিল একই প্রকাশনী থেকে। তরুণদের মধ্যে বেশ উৎসাহ দেখা গিয়েছিল বইটি নিয়ে। তবে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতাপ্রেমীদের মন কতটুকু জয় করবে সেটাই এখন দেখার বিষয়।
এএসএস/ এমএইচ/ জেএইচ/পিআর