বইমেলায় আশিক মুস্তাফার ৫ বই


প্রকাশিত: ০৭:৪২ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে আশিক মুস্তাফার পাঁচটি বই। এ বইগুলো প্রকাশ করেছে বাংলাদেশ শিশু একাডেমি, সাকী পাবলিকেশন্স, দেশ পাবলিকেশন্স, বেহেুলা বাংলা ও অনিন্দ্য প্রকাশ। বইগুলোর মধ্যে `ছোট পাখি আর তুলি` বইটি একেবারে ছোটদের জন্য। এটি প্রকাশ করেছে সাকী পাবলেকেশন্স। যুক্তর্বণহীন বইটি পড়তে পারবে নতুন পড়তে শেখা ছোট বাবুরা। `হিহি ক্লাবের আন্টিরা` বইটি শহরে আসা নতুন এক পিচ্চিকে নিয়ে। যে সব সময় কাঁচা শুঁটকি খায়; এই পিচ্চির গল্পসহ আরও আটটি গল্পে লেখা হয়েছে বইটি। এটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। ‘কঙ্কু মিয়িা ঝঙ্কু মিয়া’ ছোটদের জন্য অন্যরকম একটি নাটিকা।

এটি প্রকাশ করেছে দেশ পাবলকিশেন্স। হাসির এই নাটকাটি ভিন গ্রহ থেকে আসা দুই এলিয়েনের সঙ্গে পিকলু নামের এক পিচ্চির আজব-বিজব কাণ্ড কারখানা আর হাসি-ঠাট্টায় ভরপুর। `একলা ছুটি প্রাণের খোঁজ’ বইটিতে বন-বাঁদাড়ে ঘুরে বড়োনো বুবুন নামের এক পিচ্চির দেখা মিলবে। যে প্রাণীদের নিয়ে খুবই চিন্তিত। বিভিন্ন সময়ে ভিন্ন প্রাণীর সঙ্গে সে গল্প জমায়। সে গল্পে উঠে আসে সেই প্রাণীর অজানা অনেক তথ্য, পছন্দ-অপছন্দের কথা। এটি প্রকাশ করেছে বাংলাদশে শিশু একাডেমি। ‘রাফরি রাফখাতা’ একাত্তররে এক বোবা ছেলেকে নিয়ে। যে গ্রাম ছেড়ে নতুন আসে শহরে। শহরের যুদ্ধ দিনগুলোতে সে টইটই করে হাঁটে। যা দেখে তারই ছবি এঁকে রাখে। এইসব ছবির খোঁজ পায় মুক্তিযোদ্ধারা। পরে তাকে ইনফরমার হিসেবে নেয় মুক্তিবাহিনী। একসময় পাকিস্তানীদের হাতে ধরা পড়ে যায় রাফি। তার আর কোনো খোঁজ মিলে না। তবে রাফি তার না বলা কথাগুলো লিখে রাখে একটা রাফখাতায়। সেই রাফ খাতাই হচ্ছে রাফের রাফখাতা। এটি বেহেুলা বাংলা।
 
মিথুন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।