১৫০ কোটির পথে ছুটছে অজয়ের সিনেমা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:২৯ এএম, ১৯ মে ২০২৫
‘রেইড ২’ সিনেমাটি দর্শকদের মাঝে তুমুল সাড়া ফেলেছে

বলিউড তারকা অজয় দেবগনের ‘রেইড ২’ সিনেমাটি বক্স অফিসে যেন প্রতিযোগিতার ঘোড়ার মতো ছুটছে। তৃতীয় সপ্তাহে এসেও ব্যবসার গতি কমার গতি কমছে না এ সিনেমার। ১৭তম দিনের এসে প্রায় ১৫০ কোটি রুপির কাছাকাছি পৌঁছেছে সিনেমাটির আয়।

মুক্তির পর তৃতীয় শনিবার অর্থাৎ ১৭ মে বক্স অফিসে অজয় দেবগন অভিনীত ‘রেইড ২’ সিনেমাটি বক্স অফিসে ৪ কোটি রুপি আয় করেছে। ফলে ১৭তম দিনের আয়ের পর বর্তমানে এ সিনেমার বক্স অফিস কালেকশন ১৪৩ কোটি ৩৫ লাখ রুপিতে গিয়ে দাঁড়িয়েছে। এমনটাই জানা গেছে স্যাকনিল্কের রিপোর্ট থেকে।

‘রেইড ২’ সিনেমাটির মুক্তির পর প্রথম সপ্তাহে বক্স অফিসে ৯৫ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় সপ্তাহে সেই আয়ের পরিমাণ বেশ অনেকটাই কমেছে। ৪০ কোটি ৬০ লাখ টাকায় গিয়ে দাঁড়িয়েছে ‘রেইড ২’ সিনেমার দ্বিতীয় সপ্তাহের আয়। তৃতীয় সপ্তাহের শুক্রবার ছবিটি বক্স অফিসে ৩ কোটি রুপি ব্যবসা করেছে।

ধারণা করা হচ্ছে তৃতীয় সপ্তাহের মধ্যেই ১৫০ কোটির গণ্ডি টপকে যাবে অজয় দেবগন অভিনীত এ সিনেমা। এদিনের এ আয়ের সঙ্গেই সিনেমাটি ‘সিংহাম অ্যাগেইন’র ব্যবসাকে পেছনে ফেলেছে।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।