ঝড় তুলেছে ‘ওয়ার ২’, দর্শকদের উদ্দেশে যা বললেন হৃত্বিক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:০১ পিএম, ২১ মে ২০২৫

বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন আবারও ফিরে এলেন সুপার-স্পাই কবীর ধালীওয়ালের চরিত্রে। তারই ঝলক মিলল ‘ওয়ার ২’ ছবির টিজারে। মঙ্গলবার টিজারটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ডিজিটাল ঝড়। একদিনেই এটি এক্স (সাবেক টুইটার)-এ ২৫ মিলিয়ন ও ইনস্টাগ্রামে ৩ মিলিয়নের বেশি ভিউ পায়।

ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ এই সিনেমায় হৃত্বিকের সঙ্গে দেখা যাবে ‘আরআরআর’-খ্যাত এনটিআর জুনিয়রকে। এছাড়াও আছেন কিয়ারা আদবানি। কিয়ারা এই চলচ্চিত্রের মাধ্যমে স্পাই ইউনিভার্সে নিজের যাত্রা শুরু করছেন।

ছবিটি পরিচালনায় রয়েছেন আয়ান মুখার্জি। এর আগে ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা পরিচালনা করেছেন আয়ান।

‘ওয়ার’ ফ্র্যাঞ্চাইজিকে নিজের জন্য ‘খুবই বিশেষ’ বলে উল্লেখ করেছেন হৃত্বিক। তিনি বলেন, ‘ওয়ার ২’-এর টিজার যেভাবে প্রশংসিত হচ্ছে, এনটিআর, কিয়ারা, আয়ান এবং আমার প্রতি দর্শকের ভালোবাসা দেখে আমি সত্যিই কৃতজ্ঞ। এ ধরনের বড় বাজেটের সিনেমা বানানো সহজ নয়। তবে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি যেন এটি দর্শকদের জন্য একটি দুর্দান্ত চমকপ্রদ অ্যাকশন ছবি হয়।’

হৃত্বিক আরও বলেন, ‘ছোটবেলা থেকেই আমি অ্যাকশন ঘরানার সিনেমার বড় ভক্ত। এ ধরনের সিনেমা করতে আমার বরাবরই ভালো লাগে। কবীর চরিত্রটি আমাকে বহুদিন ধরে দর্শকের ভালোবাসা দিয়েছে। আবারও তাকে পর্দায় ফিরিয়ে আনতে পেরে দারুণ লেগেছে।’

তিনি জানান, ‘ওয়ার ২’ নিয়ে পাওয়া সাড়া তাকে অভিভূত করেছে। ‘আমরা যে ভালোবাসা পাচ্ছি তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। সিনেমাটি হলে মুক্তি পেলে দর্শকের প্রতিক্রিয়া দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি’- যোগ করেন হৃত্বিক।

স্পাই ইউনিভার্সের সূচনা হয়েছিল সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘এক থা টাইগার’ (২০১২) দিয়ে। এরপর ‘টাইগার জিন্দা হ্যায়’ (২০১৭), হৃত্বিক ও টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’ (২০১৯), শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ এবং ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘টাইগার ৩’ এই সিরিজের ধারাবাহিক অংশ।

‘ওয়ার ২’ মুক্তির পর আসছে প্রথম নারী নেতৃত্বাধীন স্পাই ইউনিভার্স চলচ্চিত্র ‘আলফা’। সেই ছবিতে থাকছেন আলিয়া ভাট ও শর্বরী। এরপর দর্শকরা দেখতে পাবেন বহুল প্রতীক্ষিত ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবিটি। সেখানে মুখোমুখি হবেন শাহরুখ খান ও সালমান খান।

‘ওয়ার ২’ বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট। সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় প্রদর্শিত হবে।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।