ক্ষেপেছেন ধানুশের বাবা, বিপাকে অজিত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ২৮ মে ২০২৫

তামিল সুপারস্টার অজিত কুমার অভিনীত সিনেমা ‘গুড ব্যাড আগলি’ মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে। অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি এপ্রিল মাসে বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। পরে নেটফ্লিক্সে মুক্তি পেয়েও খুব ভালো সাড়া ফেলে।

এবার সিনেমাটি নিয়ে বিতর্ক উঠেছে। ছবিতে অজিতের বিরুদ্ধে অবৈধভাবে পুরনো গান ব্যবহারের অভিযোগ তুলেছেন জনপ্রিয় অভিনেতা ধানুশের বাবা পরিচালক কস্তুরি রাজা। তিনি নিশ্চিত করেছেন, ‘গুড ব্যাড আগলি’র নির্মাতাদের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নিচ্ছেন।

সম্প্রতি সালেমে নিজের সিনেমা ‘সামাক্কূডাঙ্গি’-এর প্রচারে গিয়ে কস্তুরি রাজা বলেন, ‘ইলাইয়ারাজা বা দেবার মতো কিংবদন্তিরা যখন গান করতেন তখন তা হতো চিরকালীন স্মরণীয়। এখনকার নির্মাতারা নতুন সৃষ্টির বদলে পুরনো গানে নির্ভর করছেন। অথচ অনুমতি নেওয়ার প্রয়োজনও মনে করছেন না। এটি খুবই দুঃখজনক।’

এর আগে এপ্রিল মাসে কিংবদন্তি সুরকার ইলাইয়ারাজা’র টিম থেকে ‘গুড ব্যাড আগলি’র নির্মাতাদের বিরুদ্ধে একটি আইনি নোটিশ পাঠানো হয়। তার অভিযোগ সিনেমাটিতে ‘ইলামাই ইধো ইধো’, ‘এন জোড়ি মঞ্জা কুরুবি’ ও ‘ওথ্থা রোভা’ গানগুলো অনুমতি ছাড়া ব্যবহার ও পরিবর্ধন করে বাণিজ্যিকভাবে শোষণ করা হয়েছে।

ইলাইয়ারাজার পক্ষ থেকে পাঁচ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে লিখিত আকারে ক্ষমা চাওয়ার কথা বলা হয়। পাশাপাশি গানগুলো অবিলম্বে সিনেমা ও অন্যান্য প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার দাবিও জানানো হয়েছে।

তবে নির্মাতা প্রতিষ্ঠান মৈথ্রী মুভি মেকার্স এর পক্ষ থেকে এর পাল্টা বিবৃতি দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, ‘আমরা যেসব গান ব্যবহার করেছি, সেগুলোর জন্য সংশ্লিষ্ট মিউজিক লেবেল থেকে অনুমতি নিয়েছি এবং প্রয়োজনীয় এনওসি সংগ্রহ করেছি। আমরা নিয়ম মেনেই কাজ করেছি।’

তবে কস্তুরি রাজা ও ইলাইয়ারাজার পক্ষ থেকে যেহেতু সরাসরি অভিযোগ এসেছে ফলে সিনেমাটি এখন আইনি জটিলতায় পড়তে পারে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।