ভক্তদের চমকে দিলেন সালমান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ০৩ জুন ২০২৫
সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউড ভাইজান সালমান খান একটা সময় নিরাপত্তারক্ষী ছাড়াই সাইকেলে ঘুরতেন বিভিন্ন স্থানে। এখন সেসব কথা গল্পের মতো। লরেন্স বিষ্ণোই তাকে খুনের হুমকি দেওয়ার পর এখন আর তিনি আগের মতো স্বাধীনভাবে নিজের শহরেও ঘুরতে পারছেন না। কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্যে তাকে সারাক্ষণ থাকতে হয়। এর মাঝেই সোমবার (২ জুন) হঠাৎ নিজের বাড়ি গ্যালাক্সি থেকে পথে নামতে দেখা গেলো। এতেই চমকে গেলেন তার ভক্ত-অনুরাগীরা।

তাকে এমন অবস্থায় দেখে সবাই বলছেন, ‘সালমানের বুঝি সাহস বেড়েছে!’ তবে কি সালমান সেই আগের মতো ‘আমচি মুম্বাই’য়ের পথে নিরাপত্তারক্ষী ছাড়াই সাইকেল চালালেন? না, এমন সুযোগ সম্ভবত তার এ জীবনে হবে না।

আরও পড়ুন:

সালমান খান যথারীতি নিরাপত্তারক্ষী বেষ্টিত হয়েই পথে নেমেছেন। কিন্তু অনেক দিন পরে নিজের বাড়ির রাস্তার সামনে দেখা গেছে ‘ভাইজান’কে। তাতেই বেজায় খুশি তার অনুরাগীরা। সন্ধ্যার অন্ধকারেও তিনি অতি উৎসাহীদের কৌতূহলী নজর এড়াতে পারেননি। সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি অভিনেতা। সেই ঝলক ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।

সম্প্রতি সালমানের বাসভবন গ্যালাক্সি আবাসনে এক অজ্ঞাতপরিচয় নারী এবং পুরুষ জোর করে ঢুকে পড়ায় অভিনেতার নিরাপত্তা আরও জোরদার হয়েছে। যখনই তার জীবনহানির সংশয় ঘটেছে, ‘ভাইজান’ উড়ে গিয়েছেন দুবাই কিংবা অন্য কোথাও। তার পরিবারও যে কোনো সময় আক্রান্ত হতে পারে। ইদানীং যে কারণে তিনি ফটোসাংবাদিকদেরও আর ছবি তুলতে দিচ্ছেন না। সেই ভয় দূরে রেখে তার বাড়ি থেকে বের হওয়ার মতো পদক্ষেপ তাই এত প্রশংসিত, মনে করছেন বাকিরা।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।