‘সিতারে জামিন পার’ তিন সপ্তাহে আয় কত করেছে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ১১ জুলাই ২০২৫
‘সিতারে জামিন পার’ সিনেমার পোস্টার

বলিউড অভিনেতা আমির খানের সিনেমা ‘সিতারে জামিন পার’ মুক্তি পেয়েছে ২১ জুন। সিনেমাটি মুক্তির তিন সপ্তাহ পার হয়েছে। এতে আমির খান অসাধারণ অভিনয় করেছেন। সিনেমার খুদে শিল্পীরাও তাদের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে। এটি মুক্তির ২১ দিন পরেও বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করছে।

নির্দেশক আর এস প্রসন্ন নির্মিত ‘সিতারে জামিন পার’ সিনেমাটি বৃহস্পতিবারের (১০ জুলাই) আয়ও বেশ ভালো। তিন সপ্তাহ পরেও কোটি কোটি টাকা আয় করছে, যা রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছে। জেনে নেওয়া যাক এখন পর্যন্ত কত টাকা আয় হয়েছে।

আমির খানের ‘তারে জামিন পার’ সিনেমার সিকুয়্যাল ‘সিতারে জামিন পার’ সিনেমাটি। দুটি সিনেমাই দর্শকদের ব্যাপক ভালোবাসা পেয়েছে। ‘সিতারে জামিন পার’ সিনেমায় আমির খানের সঙ্গে জেনেলিয়া ডি’সুজা প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। বক্স অফিসে ‘সিতারে জামিন পার’ সিনেমার প্রতিদ্বন্দ্বী ছিল কাজলের ‘মা’ এবং অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’।

‘সিতারে জামিন পার’ সিনেমার বক্স অফিস আয়ের কথা বললে, প্রথম দিন সিনেমা ১০.৭ কোটি রুপি আয় করে। তৃতীয় বৃহস্পতিবারের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ‘স্যাকনিল্ক’ জানিয়েছে, ‘সিতারে জামিন পার’ ২১তম দিনে ১.১৫ কোটি রুপি আয় করেছে। এখন পর্যন্ত মোট আয় ১৫৪.৩৫ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১৯১ কোটি টাকারও বেশি। আশা করা যাচ্ছে শনি-রোববারে আয় আরও বৃদ্ধি পাবে।

‘সিতারে জামিন পার’ সিনেমায় আমির একজন বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি দশ জন প্রতিবন্ধী ব্যক্তির একটি দলকে শেখান বাস্কেটবল। আমির খান নিজে, অপর্ণা পুরোহিত এবং রবি ভগচন্দকা এ সিনেমার প্রযোজনা করেছেন।

‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর এটি আমিরের বড় পর্দার সাফল্য। ‘স্যাকনিল্ক’র তথ্য অনুযায়ী, সিনেমাটি বিশ্বব্যাপী ২১৭.৫০ কোটি রুপি আয় করেছে।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।