রোমান্টিক ‘সাইয়ারা’ ছবির নায়িকা এবার হরর-কমেডিতে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:০০ পিএম, ২১ অক্টোবর ২০২৫
রোমান্টিক ‘সাইয়ারা’ ছবির নায়িকা এবার হরর-কমেডিতে

‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে দর্শক হৃদয় জয় করেছেন আনিত পাড্ডা। আনুষ্ঠানিকভাবে তিনি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন। মাডক ফিল্মসের আগামী হরর-কমেডি ছবি ‘শক্তি শালিনী’-র প্রধান চরিত্রে কনফার্ম করা হয়েছে তাকে। এই ঘোষণা এসেছে ‌‘থাম্মা’ সিনেমার থিয়েট্রিকাল মুক্তির সঙ্গে সংযুক্ত বিশেষ ভিডিওর মাধ্যমে।

‘শক্তি শালিনী’ দিয়ে হরর-কমেডি বিশ্বে আনিতের প্রথম পদার্পণ হতে যাচ্ছে। এই সিরিজ শুরু হয়েছিল ২০১৮ সালের ‘স্ত্রী’-র মাধ্যমে এবং এর পরের হিট ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ভেদিয়া’ (২০২২) ও ‘মুনজ্যা’ (২০২৪)। এই সিরিজকে প্রশংসা করা হয়েছে হিউমার, সাসপেন্স ও অতিপ্রাকৃত উপাদানের সমন্বয়ের জন্য। ‘শক্তি শালিনী’ এই সফল সূত্র অব্যাহত রাখার প্রত্যাশা রাখছে।

প্রাথমিকভাবে এই চরিত্রের জন্য কিয়ারা আদভানিকে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে পরে তিনি নিজে বেরিয়ে যান। মাডক ফিল্মস আগেই জানিয়েছিল, সব কাস্টিং সংক্রান্ত খবর অনুমানভিত্তিক। তাই অনুরাগীদের অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অবশেষে আনিতকে মূল চরিত্রে নিশ্চিত করার মাধ্যমে সব গুজবের অবসান হলো।

‘শক্তি শালিনী’-র থিয়েট্রিকাল মুক্তি নির্ধারিত হয়েছে আগামী বছরের ২৪ ডিসেম্বর।

আনিতকে কেন্দ্র করে সিনেমাটি দর্শকদের জন্য নতুন হিউমার, হরর ও থ্রিলের সমন্বয় উপস্থাপন করবে। ছবেতে তার সঙ্গে বলিউডের নানা প্রজন্মের তারকাদের দেখা যাবে।

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।