শর্ত দিয়ে বলিউডের সিনেমায় আসছেন আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:২৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২২

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। গত ২০ বছর ধরেই তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করছেন। শুধু দক্ষিণের মানুষজন তার ভক্ত নয়, পুরো ভারতজুড়ে অর্জুনের ভক্ত রয়েছে। বাংলাদেশেও তার ভক্ত অগণিত।

তার সিনেমা রিলিজ মানেই হাউজফুল। উৎসব নেমে আসে তার ভক্তদের মধ্যে। সম্প্রতি ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পরই তা রীতিমত ঝড় তুলেছে।

সেই আল্লু এবার আসতে চলেছেন বলিউডের সিনেমায়। পিটিআইকে অভিনেতা বলেন, একবার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ডাক পেয়েছিলেন। তবে মনের মতো স্ক্রিপ্ট না হওয়ায় কাজ করা হয়নি।

আশা করছেন খুব শিগগিরই বলিউডে পা রাখবেন। বেশ কিছু ভালো চিত্রনাট্যে কাজের প্রস্তাব রয়েছে তার কাছে।

তিনি আরও বলেন, ‘অনেক সাহসের প্রয়োজন নতুন একটি জগতে কাজ করতে গেলে। ঝুঁকিও থাকবে, তবে দর্শকদের ভালোবাসা থাকলে সবই জয় করা যায়।’

হিন্দি সিনেমাতে নিজেকে তুলে ধরতে চান। তবে দিয়েছেন কিছু শর্ত। আল্লু বলেন, ‘নায়কের চরিত্রে শুধু আমিই থাকব। দ্বিতীয় কোনো বড় তারকা থাকবে না। থাকা উচিত নয়। এটি সিনেমার নির্মাতারাও ভালো করে জানেন। আমার মতে এটি সিনেমার ক্ষতি।’

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।