হাসপাতাল থেকে ফিরে প্রথমবার জনসম্মুখে সাইফ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৫১ এএম, ২৭ জানুয়ারি ২০২৫

বলিউড নায়ক সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় কেঁপে উঠেছিল বিনোদন অঙ্গন। এ ঘটনার ৬ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পান এ অভিনেতা। এবার স্ত্রী কারিনা কাপুর খানের সঙ্গে বাড়ি থেকে তাকে বের হতে দেখা গেছে। সঙ্গে ছেলে ইব্রাহিমও ছিল।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বান্দ্রার ‘ফরচুন হাইটস’ থেকে বাইরে বেরিয়েছেন সাইফ। তার পরনে ছিল নীল টি-শার্ট, ডেনিম জিন্স। চোখে রোদচশমা। তবে দ্রুত গাড়িতে উঠে পড়েন তিনি। কঠোর নিরাপত্তা বলয় তাকে ঘিরে ছিল। পুলিশ কর্মকর্তা ছাড়াও তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা। এ সময় সাইফের সঙ্গে কারিনাকেও দেখা গেছে। সোয়েটশার্ট ও জগার্স পরা দেখা যায় ইব্রাহিমকে। তবে সাইফ কোথায় গিয়েছিলেন তা জানা যায়নি।

 
 
 
View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

মঙ্গলবার দুপুরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পান সাইফ। এরপর স্ত্রী ও পুত্রদের নিয়ে ফেরেন পুরনো বাড়িতে বান্দ্রার ‘ফরচুন হাইটস’-এ। তার বাড়িতে ২৪ ঘণ্টা নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। এখানকার পরিবেশে অভিনেতা দ্রুত সুস্থ হবেন বলে মনে করছেন চিকিৎসকরা। আগামী ২ মাস অভিনেতাকে বিশ্রামে থাকতে হবে। তবে শুটিং এবং জিমে যেতে পারবেন না।

সাইফের বাড়িতে কয়েকদিন আগে গভীর রাতে দুষ্কৃকারীর ছুরির আঘাতে গুরুতর আহত হন সাইফ আলি খান। এতে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তিনি। মেরুদণ্ডের নিচে ছুরির একাংশ গেঁথে গিয়েছিল। আঘাত লেগেছিল হাতে ও শরীরের অন্যান্য জায়গায়। পরের দিনই লীলাবতী হাসপাতালে জটিল অস্ত্রোপচার হয় তার। আঘাতের মোকাবিলা করে দ্রুত শারীরিক অবস্থার উন্নতিও হয় এ অভিনেতার। অবশেষে তিনি স্বাভাবিক জীবনে ফিরতে যাচ্ছেন- তা এ ভিডিও দেখে বোঝা গেছে।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।