কত দামে বিক্রি হলো মাইকেল জ্যাকসনের মোজা
বিশ্বজুড়ে খ্যাতিমানদের ব্যবহৃত জিনিস যত্নে রেখে দেওয়ার প্রচলন যুগ যুগ ধরে চলে আসছে। কারো কারো কাছে এটি ভীষণ শখের বিষয়। এমনটি যদি প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের ব্যবহৃত কোনো একটি জিনিস হয় তাহলে তো কোনো কথাই নেই। এবার ‘কিং অব পপ’ খ্যাত তারকা মাইকেল জ্যাকসনের পুরোনো মোজা বিক্রি হয়েছে। এর দাম রাখা হয়েছে ১০ লাখ টাকা।
গত ৩০ জুলাই ফ্রান্সে একটি অনুষ্ঠানে মাইকেল জ্যাকসনের এ মোজা নিলামে ওঠানো হয়েছিল। মনে করা হয়, ফ্রান্সে অনুষ্ঠিত একটি কনসার্টে জ্যাকসন এটি পরেছিলেন। জানা গেছে, অনেক দিন ধরেই এই চকচকে মোজায় খানিক হলুদ ভাব দেখা যাচ্ছিল। তাই খুব বেশি নষ্ট হওয়ার আগেই এটি নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। নিলামকারীরা আশা করেছিলেন, হয়তো এটি তিন থেকে চার হাজার ডলারের মধ্যে বিক্রি হবে। অনুরাগীদের ভালোবাসায় এটি প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে। মোজাটি প্রায় ৮ হাজার ডলারে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ টাকা।
পপ সম্রাপ মাইকেল জ্যাকসন ১৯৯৭ সালে তার বিখ্যাত ট্যুরে সাদা স্পোর্টস মোজা পরেছিলেন। এতে ঝিকিমিকি রাইনস্টোন ছিল। সেই মোজাটিই নিলামে উঠেছিল। নিলামদাতা অরোর ইলি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ১৯৯৭ সালের জুলাইয়ে ফ্রান্সের নিম শহরে একটি কনসার্ট শেষে জ্যাকসনের ড্রেসিংরুমের পাশে পড়ে থাকা মোজাটি এক টেকনিশিয়ান খুঁজে পান। অনেক বছর পর, সেখান থেকেই এটি সংগ্রহ করে নিলামে তোলা হয়।
ফ্রান্সের আন্তর্জালভিত্তিক নিলাম সাইট ইনটাররেনচিয়াসডটকম জানায়, একসময় ঝকঝকে থাকা সেই মোজার গায়ে এখন দাগ পড়েছে। রাইনস্টোনগুলোর উজ্জ্বলতা কমে গেছে।

এর আগেও মাইকেল জ্যাকসনের ব্যবহৃত কিছু জিনিস চড়া দামে নিলামে বিক্রি হয়েছিল। ২০২৩ সালে প্যারিসে একটি নিলামে এ তারকার একটি টুপি ৮০ হাজার ডলারের বেশি দামে বিক্রি হয়।
- আরও পড়ুন:
ইউটিউব ছিল না, যেভাবে লালনের দেশে এসেছিলেন মাইকেল জ্যাকসন
এপ্রিলেই দেখা দেবেন মাইকেল জ্যাকসন!
বিশ্ববিখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসন ২০০৯ সালে ৫০ বছর বয়সে পরলোক গমন করেন। বিশ্বেজুড়ে এখনো তার অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে।
এমএমএফ/জেআইএম