হিরো আলমের ‘বাবা’র মৃত্যু

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪২ এএম, ১৬ এপ্রিল ২০২৫
হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক মারা গেছেন। ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে রাজধানীর একটি সরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৭।

বাবার মৃত্যুর সংবাদটি জাগো নিউজকে নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই।

হিরো আলম জানান, বগুড়া সদর উপজেলার এরুলিয়া গ্রামে আজ বাদ জোহর তার বাবার জানাজা হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন হবে।

এমআই/এমএমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।