মাহমুদ মানজুরের গীতিকবিতায় ফিরলেন রূপঙ্কর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১৮ মে ২০২৫

দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী ভারতের রূপঙ্কর বাগচী। বাংলাদেশেও তার গানের শ্রোতাপ্রিয়তা দারুণ। এ বাংলাতেও আছে তার অনেক ভক্ত-অনুরাগী। তবে খুব বেশি গান এই ইন্ডাস্ট্রিতে করেননি তিনি। সেই ভাবনা থেকেই সম্প্রতি আজব রেকর্ডস প্রকাশ করেছে রূপঙ্করের নতুন গান। নাম ‘কেমন আছো তুমি’।

মাহমুদ মানজুরের গীতিকবিতায় গানটির সুর-সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। ‘কেমন আছো তুমি/ নিয়েছো কি খোঁজ/ কেমন আছো তুমি/ ভাবি আজও রোজ/ বিশ্বাস হবে না জানি/ ভালোবাসা নয় এতো সহজ/ এতো যে ভালোবাসাবাসি/ সবটুকু আজ হয়ে গেছে নিখোঁজ...’ এমন কথায় সাজানো হয়েছে গানটি।

এ গান প্রসঙ্গে গীতিকবি মাহমুদ মানজুর বলেন, ‘রূপঙ্করের কণ্ঠ নিয়ে বলার অপেক্ষা রাখে না। তিনি বাংলা গানের জন্য অসম্ভব দরকারি একজন শিল্পী। খুবই সুন্দর একটা গান হয়েছে আমাদের। এটি অনেক আগেই তৈরি করেছি আমরা। তবে সেটি সবার কাছে পৌঁছাতে খানিক বিলম্ব হলো। আশা করছি, শ্রোতারা মুগ্ধ হবেন গানটি শুনে।’

রূপঙ্করও গানটি নিয়ে আশায় বুক বেঁধেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের গান পেলে আগ্রহ নিয়ে করি। আগেও কিছু কাজ করেছি। এই গানটির কথা, সুর ও সংগীত বেশ লেগেছে। গানটি দুই বাংলার শ্রোতাদের কাছেই ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

প্রসঙ্গত, রূপঙ্কর বাগচী ছাড়াও মাহমুদ মানজুরের কথায় এর আগে গান গেয়েছেন ভারতের শিলাজিৎ, পলক মুচ্ছাল, শুভমিতা প্রমুখ।

গানটির লিংক

এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।