২৯ বছরের ছোট অভিনেত্রীকে চুমু, বিতর্কে ট্রেলার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১৮ মে ২০২৫

বয়সটা চলছে ৭০। এখনো তিনি পর্দায় হাজির হন যে কোনো তরুণ নায়ককে টেক্কা দিয়ে। বলছি দক্ষিণ ভারতের অভিনেতা কমল হাসানের কথা। সিনেমায় তার উপস্থিতি মানেই অ্যাকশন, প্রাণ প্রাচুর্যে ভরপুর সব দৃশ্য। এবার তিনি আলোচনায় এলেন নিজের চেয়ে ২৯ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে চুমুর দৃশ্যে অংশ নিয়ে।

মনি রত্নম পরিচালিত ‘ঠগ লাইফ’ চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি। ছবিটি আগামী ৫ জুন মুক্তি পাচ্ছে। এর আগে এসেছে ট্রেলার। এটি মুক্তির পর তা ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ট্রেলারের একটি বিশেষ দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে বিতর্কও।

এই বিতর্কিত দৃশ্যে দেখা যায়, কমল হাসানের বুকে মাথা রেখে আছেন ৪১ বছরের অভিনেত্রী অভিরামী। পরবর্তীতে তাদের মধ্যে একটি ঘনিষ্ঠ চুম্বন বিনিময় হয়। আরেকটি দৃশ্যে কমল হাসান আরেক অভিনেত্রী তৃষাকে বলেন, ‘ম্যাডাম, আই অ্যাম ইয়োর ওনলি অ্যাডাম।’

এই দৃশ্যগুলোর মধ্যে প্রথমটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। অনেকেই প্রাথমিকভাবে চুম্বনের দৃশ্যে তৃষাকে বলে ভুল করলেও পরে জানা যায় এটি অভিনেত্রী অভিরামী। ছবিতে তিনি কমল হাসানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।

নেটিজেনরা বলছেন, প্রায় ৩০ বছরের পার্থক্য আছে এমন দুজন নারী পুরুষের ঘনিষ্ঠ দৃশ্যটি দৃষ্টিকটু। বেশি রোমান্টিক করতে গিয়ে পরিচালক ভুল করেছেন।

একজন মন্তব্য করেন, ‘এই একটা দৃশ্যকে ঘিরে এত আলোচনার কী আছে? পুরো ট্রেলারে আরও অনেক কিছু ছিল। এটা খুবই স্বাভাবিক ও সাধারণ দৃশ্য। অযথা বাড়াবাড়ি করা উচিত না।’ অন্য আরেকজন ইউটিউবে ট্রেলারটির লিংকে লিখেছেন, ‘এত বয়সে এসে অর্ধেক বয়সী নায়িকাদের সঙ্গে এ ধরনের দৃশ্য করাটা মোটেও স্বাভাবিক নয়। অস্বাভাবিক বিষয়গুলো একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে।’

আরেকজন বলেন, ‘এটা তো সিনেমা। চরিত্রের দৃষ্টিতে দেখুন। বাস্তব জীবনের চোখে নয়। সিনেমার দৃশ্যটা যদি ভালভাবে শুট করা হয় আর পর্দায় ভালো দেখায়, তাহলে সমস্যার কী আছে?’

অনেকে ট্রেলার দেখে একটি উপভোগ্য সিনেমার অপেক্ষা করছেন বলেও জানান। ‘ঠগ লাইফ’-এর ট্রেলার নিয়ে যায় এক সহিংস গ্যাংস্টার দুনিয়ায়। কাহিনী বিস্তৃত একাধিক দশক ধরে। যেখানে সময়ের সঙ্গে সঙ্গে পরিবার ভেঙে পড়ে, বিশ্বাসভঙ্গ হয় এবং ক্ষমতা হয়ে ওঠে বিপজ্জনক অস্ত্র।

কমল হাসান এখানে এক প্রবীণ ঠগ চরিত্রে অভিনয় করছেন। তিনি এক তরুণ ছেলেকে গড়ে তুলছেন নিজের উত্তরসূরি হিসেবে। সময়ের সঙ্গে সেই ছেলেটি বড় হয়ে উঠে সিলামবারাসান ট্রি-এর চরিত্রে। তারা দুজনে মিলে তৈরি করে এক অপরাধ সাম্রাজ্য।

তবে সম্পর্কের ফাটল শুরু হয় ক্ষমতার লোভে। আসে নতুন শত্রু। নিজেদের মধ্যেই সন্দেহ বাড়ে এবং ক্ষমতার লোভ তাদের আলাদা পথে ঠেলে দেয়।

এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।