বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতা কাজল আরেফিন অমি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:০২ পিএম, ১৯ মে ২০২৫
স্ত্রীর সঙ্গে কাজল আরেফিন অমি

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতা কাজল আরেফিন অমি বাবা হয়েছেন। সোমবার (১৯ মে) রাত ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী। গণমাধ্যমকে খবরটি অমি নিজেই নিশ্চিত করেছেন।

অমি বলেন, ‘এইতো কিছুক্ষণ আগে রাত ৯টার দিকে সন্তানের জন্ম হয়েছে। মা-ছেলে দুজনই সুস্থ আছে। আপনারা দোয়া করবেন।’

এর আগে সামাজিক মাধ্যমে বাবা হওয়ার খবর জানান অমি। নিজের ফেসবুকে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, পুত্র সন্তানের বাবা হলাম। সবাই দোয়া করবেন।’

jagonews24

গেল মাসে সামাজিক মাধ্যমে সুখবরটি জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, একসঙ্গে ৯ বছর কাটিয়ে দিলাম। আমাদের বেবি হবে। এখনো আমি আসলে জানি না যে ছেলে হবে, নাকি মেয়ে। ইনফ্যাক্ট, এটা জিজ্ঞেসও করিনি। যেটাই হবে, আমি চাই, আমার সুস্থ সন্তান হোক এবং আমার ওয়াইফ সুস্থ থাকুক। সবার কাছে দোয়া চাই।’

গেল ঈদে মুক্তি পায় অমি নির্মিত ওয়েব ফিল্ম হাউ সুইট। এতে অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ, সাইদুর রহমান পাভেল প্রমুখ। মুক্তির অপেক্ষায় রয়েছে তার জনপ্রিয় সিরিজ ব্যাচেলর পয়েন্টের সিজন ৫।

এমআই/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।